পেজেশকিয়ানের সঙ্গে জালিলির সাক্ষাৎ ও অভিনন্দন
(last modified Sun, 07 Jul 2024 04:06:32 GMT )
জুলাই ০৭, ২০২৪ ১০:০৬ Asia/Dhaka
  • মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাঈদ জালিলির সাক্ষাৎ
    মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাঈদ জালিলির সাক্ষাৎ

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন শুক্রবারের নির্বাচনে পরাজিত প্রার্থী সাঈদ জালিলি। তিনি শনিবার রাতে পেজেশকিয়ানের দপ্তরে গিয়ে তার সঙ্গে দেখা করে তাকে অভিনন্দন জানান।

সাক্ষাতে সাঈদ জালিলি দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর কথা উল্লেখ করে এসব সমাধানে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এ সময় নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, যেকোনো সমস্যার সমাধান সম্পর্কে পরিকল্পনা থাকাই যথেষ্ট নয় বরং সে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যোগ্য, অভিজ্ঞ ও কর্মঠ ব্যক্তিদের নিয়োগ দেয়াও জরুরি।  

পেজেশকিয়ান বলেন, তিনি আগামী চার বছর দেশ পরিচালনার ক্ষেত্রে জালিলির যেকোনো পরামর্শ সাদরে গ্রহণ করবেন। 

এর আগে নির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান শনিবার বিকেলে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে পেজেশকিয়ানকে অভিনন্দন জানানোর পাশাপাশি দ্বিতীয় রাউন্ডের নির্বাচনে জনগণের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন সর্বোচ্চ নেতা। 

নবনির্বাচিত প্রেসিডেন্ট দেশের অফুরন্ত সম্ভাবনাকে কাজে লাগিয়ে জনগণের সেবা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। আয়াতুল্লাহ খামেনেয়ী এ সময় পেজেশকিয়ানের সফলতার জন্য দোয়া করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কিছু পরামর্শ দেন। #

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

ট্যাগ