নির্বাচনি-ওয়াদা বাস্তবায়নে পেজেশকিয়ানের দৃঢ়-প্রত্যয়
(last modified Sun, 07 Jul 2024 04:33:08 GMT )
জুলাই ০৭, ২০২৪ ১০:৩৩ Asia/Dhaka
  • নির্বাচনি-ওয়াদা বাস্তবায়নে পেজেশকিয়ানের দৃঢ়-প্রত্যয়

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর জনগণকে উদ্দেশ করে প্রথম ভাষণ দিয়েছেন এবং এতে তিনি তার নির্বাচনি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। 

শনিবার নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর রাজধানী তেহরানের অদূরে ইসলামি ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনীর (রহ.) মাজারে ছুটে যান পেজেশকিয়ান। সেখানে তিনি সমবেত জনতার উদ্দেশে দেয়া বক্তব্যে বলেন, “আমি নির্বাচনি প্রচারাভিযানে জনগণকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেইনি।  আমি গতকাল এমন কোনো প্রতিশ্রুতি দেইনি যা আগামীকাল পূরণ করতে পারব না; কারণ, সেক্ষেত্রে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হবো।”

নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, “আমি আল্লাহর আদেশ পালনে প্রতিশ্রুতিবদ্ধ। সেইসঙ্গে আমি আপনাদের সমস্যার কথা শুনে সেসবের সমাধান করার জন্য আন্তরিক চেষ্টা করব।” 

দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ধৈর্য ধরে ভোট দেয়ায় তিনি ইরানি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। ইরানে নিবন্ধিত ছয় কোটি ভোটারের মধ্যে শুক্রবারের নির্বাচনে তিন কোটি অর্থাৎ ৫০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

পেজেশকিয়ান তার বক্তব্যে সাম্প্রতিক নির্বাচনি প্রক্রিয়ায় জনগণের বৃহৎ অংশগ্রহণের সুযোগ করে দেয়ায় ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীর প্রতি কৃতজ্ঞতা জানান। #

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ