ন্যাটো সম্মেলনে বাইডেনের মন্তব্য
পুতিন ইউক্রেনে থামবে না তবে রাশিয়া বিজয়ী হবে না
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া বিজয়ী হতে পারবে না। গতকাল (মঙ্গলবার) ওয়াশিংটনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক বাহিনীর শীর্ষ সম্মেলনে এ কথা বলেছেন জো বাইডেন।
তবে অনেকেই বলছেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে নির্বাচনী বিতর্কে বাইডেন যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ন্যাটো সম্মেলনে এ ধরনের কড়া বক্তব্য দিয়ে তিনি কিছুটা পুষিয়ে নেয়ার চেষ্টা করেছেন। তিনি ন্যাটো সদস্য দেশগুলোকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে, এখনো ইউক্রেন রাশিয়াকে পরাজিত করতে পারে।
ন্যাটো শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তৃতায়, বাইডেন জোটটিকে "বৈশ্বিক নিরাপত্তার রক্ষক" হিসেবে উল্লেখ করেছেন এবং নতুন করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ-সহ ইউক্রেনকে সামরিক সমর্থন দেয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন।
বাইডেন বলেন, “আমরা জানি পুতিন ইউক্রেনে থামবেন না। কিন্তু কোনো ভুল করবেন না, ইউক্রেনই পুতিনকে আটকাতে পারে এবং তা করবেও। যখন এই বুদ্ধিহীন যুদ্ধ শুরু হয়েছিল, তখন ইউক্রেন একটি স্বাধীন দেশ ছিল। আজ এটি এখনও একটি মুক্ত দেশ এবং ইউক্রেন মুক্ত ও স্বাধীন দেশ থেকেই যুদ্ধ শেষ করবে। বাইডেন দাবি করেন, "রাশিয়া জয়ী হতে পারবে না বরং ইউক্রেন জয়ী হবে।”
রাশিয়া বারবার ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের চালান পাঠানোর নিন্দা করেছে। মস্কো বলছে, পশ্চিমাদের এই অস্ত্র কেবল চলমান সংঘাতকে দীর্ঘায়িত করবে। রাশিয়া ন্যাটোকে কিয়েভ এবং মস্কোর মধ্যে সংঘর্ষে সরাসরি জড়িত একটি "শত্রু" জোট বলেও অভিহিত করেছে।#
পার্সটুডে/এসআইবি/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।