ইউক্রেন ও ন্যাটো উভয়ের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে: রাশিয়া
(last modified Fri, 12 Jul 2024 11:55:16 GMT )
জুলাই ১২, ২০২৪ ১৭:৫৫ Asia/Dhaka
  • দিমিত্রি মেদভেদেভ
    দিমিত্রি মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ দিলে ইউক্রেন ও ন্যাটো উভয়ের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেছেন, ন্যাটো এখনও ইউক্রেনকে সদস্যপদ দেয়ার প্রকাশ্য ঘোষণা না দিলেও কার্যত সে পথেই হাঁটছে পশ্চিমা এই সামরিক জোট।

তিনি বৃহস্পতিবার মস্কোয় এক বক্তব্যে বলেন, গত ১০ জুলাই ন্যাটো জোটের ওয়াশিংটন শীর্ষসম্মেলন থেকে যে ঘোষণা প্রকাশ করা হয়েছে তার চূড়ান্ত লক্ষ্য ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা। মেদভেদেভ বলেন, “ন্যাটো যে পথ বেছে নিয়েছে রাশিয়ার দৃষ্টিতে তার দু’টি গ্রহণযোগ্য ফলাফল রয়েছে। হয় ইউক্রেন অদৃশ্য হয়ে যাবে অথবা ন্যাটো ধ্বংস হবে। আর যদি দু’টিই একসঙ্গে হয় তাহলে আরো ভালো।”

রাশিয়া শুরু থেকে বলে এসেছে, ইউক্রেনের ন্যাটোভুক্তি রাশিয়ার জন্য চূড়ান্ত রেডলাইন। দেশটি আরো বলেছে, পশ্চিমা দেশগুলোর কারণেই  রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান চালাতে বাধ্য হয়েছে।

মেদভেদেভ বলেন, চলমান যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার যেসব শর্ত রয়েছে সেগুলোর অন্যতম হচ্ছে, ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ পাওয়ার বাসনা সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/১২

ট্যাগ