লোহিত সাগরে ইসরাইলমুখী জাহাজে ইয়েমেনের হামলা
(last modified Sat, 13 Jul 2024 06:01:44 GMT )
জুলাই ১৩, ২০২৪ ১২:০১ Asia/Dhaka
  • লোহিত সাগরে ইসরাইলমুখী জাহাজে ইয়েমেনের হামলা

ইসরাইলের সাথে সম্পর্কযুক্ত একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। গতকাল (শুক্রবার) লোহিত সাগর এবং বাব আল-মানদেব প্রণালীতে ওই জাহাজে দুই দফা হামলা চালানো হয়।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইস‌রাইলের সাথে সম্পর্ক যুক্ত জাহাজটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়। হামলার শিকার জাহাজটির নাম চেরি সেইলস।

ইহুদিবাদী ইসরাইলের বন্দর অভিমুখে কোনো জাহাজ পরিচালনার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা উপেক্ষা করে চেরি সেইলস নামের এ জাহাজটি ইসরাইলের বন্দরের দিকে যাচ্ছিল। তখন জাহাজটিতে দুই দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

জেনারেল সারি বলেন, যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকার জনগণের ওপর ইসরাইলের এই আগ্রাসন বন্ধ এবং গাজার ওপর থেকে অবরোধ তুলে না নেয়া হবে ততক্ষণ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। ইসরাইলকে সমর্থন দেয়া যেকোনো দেশের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক বাহিনী কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান জেনারেল সারি। তিনি বলেন, ইসরাইলকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তা করার জন্য আমেরিকার বিরুদ্ধেও ব্যবস্থা দিতে প্রস্তুত রয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী।#

পার্সটুডে/এসআইবি/১৩