২৬ হাজার চাকরির ভবিষ্যৎ জানা যাবে তিন সপ্তাহ পর
(last modified Tue, 16 Jul 2024 12:12:44 GMT )
জুলাই ১৬, ২০২৪ ১৮:১২ Asia/Dhaka
  • ২৬ হাজার চাকরির ভবিষ্যৎ জানা যাবে তিন সপ্তাহ পর

ভারতে এসএসসির প্রায় ২৬ হাজার চাকরি বহাল থাকবে কি না সে মামলার শুনানি আজও হলো না সুপ্রিমকোর্টে। মঙ্গলবারও সিদ্ধান্ত হল না সুপ্রিম কোর্টে।

অন্য গুরুত্বপূর্ণ মামলা থাকায় চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল। আগামী ২ সপ্তাহের মধ্য সবপক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। তার পরই আদালত এ বিষয়ে পরবর্তী নির্দেশ দেবে।

আজ (মঙ্গলবার) সকালে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটি উঠলে প্রধান বিচারপতি জানান, তার বেঞ্চ আগে চাকরি বাতিল মামলার সঙ্গে যুক্ত পাঁচ পক্ষ রাজ্যম এসএসসি, সিবিআই, মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক তাদের সবার বক্তব্য শুনবে। তার পরেই এ ব্যাপারে পরবর্তী নির্দেশনা দেবে। তিনিই লোকসভা ভোটের আগে ওই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন।

প্রাথমিকে ৪২ হাজার নিয়োগ কীভাবে? মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশের নির্দেশ হাই কোর্টের

এদিকে, প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ২০১৪ সালে টেট গঠন করা হয়। ২০১৬ সালে সেই প্যানেল ধরে ৪২ হাজার নিয়োগ দেওয়া হয়। আর সেই নিয়োগকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন এক চাকরিপ্রার্থী।

আর সেই মামলার জের ধরেই কলকাতা হাই কোর্টের প্রশ্নের মুখে পড়েছে প্রাথমিকের ৪২ হাজার চাকরির নিয়োগ প্রক্রিয়া। আগামী ১৫ দিনের মধ্যে ২০১৬ সালের প্রাথমিক টেটের মেয়াদ উত্তীর্ণ পুরো প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। মামলার পরবর্তী শুনানি হবে ৩০ জুলাই।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬

ট্যাগ