ঢাকা ও সাভারে সংঘর্ষে ৫ আন্দোলনকারী নিহত,‌ আহত কয়েকশ
(last modified Thu, 18 Jul 2024 09:29:26 GMT )
জুলাই ১৮, ২০২৪ ১৫:২৯ Asia/Dhaka
  • ঢাকা ও সাভারে  সংঘর্ষে  ৫ আন্দোলনকারী নিহত,‌ আহত কয়েকশ

বাংলাদেশে চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে 'কমপ্লিট শাটডাউন' চলছে।

কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে আজ (বৃহষ্পতিবার) রাজধানীর উত্তরা-আজমপুর ও সাভারের বিভিন্ন এলাকায় বিক্ষোভের সময় সংঘর্ষে ৫ আন্দোলনকারী নিহত হয়েছেন। এছাড়া কয়েকশ শিক্ষার্থী আহত হয়েছেন।  তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।  ঢাকার উত্তরা-আজমপুরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ৪ জন।

এছাড়া ঢাকার অদূরে  সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভরত শিক্ষার্থীদের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা যায়, নিহত ওই শিক্ষার্থী এমআইএসটিতে অধ্যয়নরত ছিলেন।

রাজধানীর মিরপুর ১০ নম্বরে বেলা দুইটার কিছু পরে একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে। গোলচত্বর ও আশপাশের এলাকায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে সকাল থেকেই দফায় দফায় পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে।

ঢাকার শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। এ ঘটনায় হানিফ ফ্লাইওভারে আটকা পড়েছে যানবাহন।

এদিকে, মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ত্রিমুখী হামলার অভিযোগ পাওয়া গেছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা এ হামলা চালান। পাল্টা হামলা চালিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন শিক্ষার্থীরা।

এসব সংঘর্ষে ১০ পুলিশ সদস্য, ২ সংবাদকর্মীসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। এ ছাড়া লেকের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে।

কমপ্লিট শাটডাউন: ঢাকার সঙ্গে সব জেলার যোগাযোগ বন্ধ

Image Caption

সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কারণে ঢাকার সঙ্গে সব জেলার যোগাযোগ বন্ধ।গাবতলী ও সায়েদাবাদ থেকে কোনো বাস ছেড়ে যায় নি।  তবে সকালে রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড থেকে কয়েকটি বাস ঢাকার আশেপাশে ছেড়ে গেছে।

পরিস্থিতি বুঝে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে: পলক

এদিকে, রাজধানী ঢাকাসহ সারা দেশে গতকাল বুধবার রাত থেকে মোবাইল ইন্টারনেটের ফোর-জি সেবা বন্ধ রয়েছে।

এ প্রসঙ্গে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) এই তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বার্থান্বেষী মহলের নানা গুজব আর অস্থিতিশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এর জন্য পূর্বে কোনো ঘোষণা দেয়া হয়নি, পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

বাংলাদেশে ভারতীয়দের চলাচলে সতর্কতা জারি

বাংলাদেশে চলমান পরিস্থিতি বিবেচনায় সে দেশে বসবাসরত ভারতীয় নাগরিক শিক্ষার্থীদের চলাচলের ব্যাপারে সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। আজ বৃহস্পতিবার হাইকমিশনের এক্সের (সাবেক টুইটার) পেজে এই সতর্কতা জারি করা হয়েছে।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বেআইনি শক্তি প্রয়োগ করেছে পুলিশ: অ্যামনেস্টি

অন্যদিকে, যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল বুধবার বলেছে, বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বাংলাদেশি কর্তৃপক্ষ বেআইনি শক্তি প্রয়োগ করেছে। সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের সময় তাঁদের সুরক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। #

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮

ট্যাগ