ঢাকা রণক্ষেত্র: র‍্যাব-পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে নিহত ১৬
(last modified Thu, 18 Jul 2024 12:32:36 GMT )
জুলাই ১৮, ২০২৪ ১৮:৩২ Asia/Dhaka
  • উত্তরা-আজমপুরে সংঘর্ষ
    উত্তরা-আজমপুরে সংঘর্ষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৬ জন নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানি ঘটে। এছাড়া, আহত হয়েছেন কয়েকশ' মানুষ।

ঢাকায় ১০ জন, সাভারে একজন, চট্টগ্রামে দুইজন, মাদারিপুরে একজন এবং নরসিংদীতে দুইজন সংঘর্ষে প্রাণ হারান। 

উত্তরা-আজমপুর :

উত্তরা-আজমপুর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান চারজনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আহত হয়ে ৫০ জনেরও বেশি হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্যও আছেন। এর আগে উত্তরায় পুলিশ ও র‌্যাবের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে দুজন নিহত হন। তাদের একজন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার আগেই মারা যান এবং আরেকজন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে মারা যান। দুই হাসপাতাল থেকেই তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আফতাবনগর:
রাজধানীর আফতাবনগরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম শরীফ হাসান। সে রাজধানীর ঢাকা ইম্পেরিয়াল কলেজের ছাত্র। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলায়, আফতাবনগরে একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। নিহতের বাবা জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তরা

বাড্ডা-রামপুরা
রাজধানীর বাড্ডা-রামপুরা এলাকায় পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘাতে একজন নিহত হয়েছেন। এ সময় শতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম দুলাল মাতবর। তিনি পেশায় ড্রাইভার। সংঘাতের সময় তিনি একটি হাইএস গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন। সংঘর্ষে আহত হওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে আশংকাজনক অবস্থায় তাকে ফরাজি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার রুবেল হোসেন নিহতের বিষয়টি জানিয়েছেন।

ধানমন্ডি

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থীর নিহতের ঘটনা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর এলাকার সিটি হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ওসমান গণি। সে রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার নাম ফারহান ফাইয়াজ (১৭)। ধানমণ্ডির রাপা প্লাজার কাছে আহত হন কিশোর ফারহান ফাইয়াজ।

মিরপুরে সংঘর্ষ চলাকালে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছোড়ে পুলিশ।

যাত্রাবাড়ি

রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে এক রিকশাচালক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মরদেহ আনা হয়। নিহত রিকশাচালকের বয়স আনুমানিক ৩০ বছর। কাজলা বটতলা এলাকায় রিকশার পাশে মরদেহটি পড়েছিল বলে জানিয়েছেন তাকে নিয়ে আসা দুই যুবক।

সাভার:
সাভারে পুলিশ-ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইয়ামিন (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। নিহত ইয়ামিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী।

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের বহদ্দার হাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন মারা গেছেন।  তাঁদের একজন পটিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র মোহাম্মদ ইমাদ (১৮)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স ২২ বছর।

বিকেলে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন।

মাদারীপুর:

মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে শকুনী লেকের পানিতে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। এ ছাড়া বিচ্ছিন্নভাবে ৮ জন শিক্ষার্থীকে আটক করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা ধরে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ অন্তত ২০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে।

মৃত ওই শিক্ষার্থী মাদারীপুর পৌর শহরের আমিরাবাদ এলাকার স্বপন দের ছেলে দীপ্ত দে (২২)। তিনি মাদারীপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ফায়ার সার্ভিসের ডুবুরি টিম বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে।

নিহত স্কুলছাত্র তাহমিদ তামিম

নরসিংদী

নরসিংদী সদর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে তাহমিদ তামিম (১৫) নামে এক স্কুলশিক্ষার্থী এবং ইমন আহমেদ (২২) নামে একজন যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার ভেলানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহমিদ তামিমের বাড়ি সদর উপজেলার চিনিশপুরে। সে নরসিংদী এন কে এম হোমস অ্যান্ড স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। 

নরসিংদী সদর হাসপাতালের আরএমও মো. মাহমুদুল কবির জানান, নিহত ইমনের গায়ে রাবার বুলেটের চিহ্ন আছে। তার বাড়ি সদর উপজেলার পলাশ থানায়।

এর আগে, গত মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে হামলায় ছয়জন নিহত হয়েছেন। এরমধ্যে ঢাকায় দুজন, চট্টগ্রামে তিনজন এবং রংপুরে একজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন শিক্ষার্থী। একজন ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে হকার বলে দাবি করা হয়।#

 পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

ট্যাগ