আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করে আক্রমণাত্মক বক্তব্য দিলেন ট্রাম্প
(last modified Fri, 19 Jul 2024 14:04:48 GMT )
জুলাই ১৯, ২০২৪ ২০:০৪ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে দলের আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মিলওয়াউকিতে দলীয় কনভেনশনের চতুর্থ দিনে এ মনোনয়ন গ্রহণ করেন তিনি।

ঐক্যের ডাক দিয়ে ট্রাম্প তার বক্তব্য শুরু করলেও কিছুক্ষণ পরই তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করেন। ট্রাম্প এদিন প্রায় ৯১ মিনিট ধরে বক্তব্য দিয়েছেন।

বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘গোটা আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য আমি লড়ছি, অর্ধেক আমেরিকার জন্য নয়। কারণ, অর্ধেক আমেরিকার জন্য জয়ী হওয়াকে ঠিক বিজয় বলা যায় না।

এরপর তিনি আক্রমণাত্মক হয়ে যান। তিনি ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসিকে ‘উন্মাদ’ বলে উল্লেখ করেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটরা কারচুপি করেছেন বলে অভিযোগ তোলেন ট্রাম্প। তার ওপর হামলার প্রসঙ্গও আনেন এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর সমালোচনা করেন।

গত শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলা হয়। সমাবেশস্থলের কাছে একটি একতলা ভবনের ছাদ থেকে মঞ্চ লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করেন হামলাকারী। এতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশে ছিদ্র হয়ে যায়। এ হামলার ঘটনায় দর্শক সারিতে থাকা ফায়ার সার্ভিসের কর্মী কোরি কম্পারেটর গুলিবিদ্ধ হয়ে নিহত হন। #

পার্সটুডে/এসএ/১৯