হাইকোর্টের রায় বাতিল চাইবে সরকারপক্ষ: অ্যাটর্নি জেনারেল
(last modified Sat, 20 Jul 2024 12:28:23 GMT )
জুলাই ২০, ২০২৪ ১৮:২৮ Asia/Dhaka
  • হাইকোর্টের রায় বাতিল চাইবে সরকারপক্ষ: অ্যাটর্নি জেনারেল

কোটা সংস্কার নিয়ে বাংলাদেশের হাইকোর্টের দেয়া রায় ‘আইনসম্মত না হওয়ায়’ তা বাতিল চাইবে সরকার পক্ষ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আমিনুদ্দিন মানিক। তিনি গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

আগামীকাল (রোববার) সকাল ১০ টায় সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে ওই রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকার যে পরিপত্র জারি করেছিল, হাইকোর্ট একটি রিটের শুনানি শেষে গত ৫ই জুন তা অবৈধ ঘোষণা করে।

এরপর থেকে হাইকোর্টের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। কোটা সংস্কার নিয়ে আন্দোলনে গত কয়েকদিন ধরে সংঘর্ষ, সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েন করেছে বাংলাদেশ সরকার।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য এর আগে ৮ই অগাস্ট তারিখ নির্ধারিত থাকলেও সরকারের আবেদনে সেটি এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০

ট্যাগ