নেতানিয়াহুকে সন্ত্রাসী ঘোষণা করল পাকিস্তান
(last modified Sun, 21 Jul 2024 13:16:25 GMT )
জুলাই ২১, ২০২৪ ১৯:১৬ Asia/Dhaka
  • নেতানিয়াহু
    নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে পাকিস্তান সরকার।  

পাকিস্তানি সংবাদপত্র ডন নিউজের বরাত দিয়ে মেহের নিউজ জানিয়েছে, পাকিস্তান সরকার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কেও একই কাজ করতে বলেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ ইসরাইলি মন্ত্রিসভাকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার বিষয়ে তেহরিক-ই-লাব্বাইক পার্টি অব পাকিস্তানের (টিএলপি) সাথে একটি চুক্তি সই করেছে।

পাকিস্তান তেহরিক-ই-লাব্বাইক দল এর আগে গাজার সমর্থনে বিক্ষোভ করেছে।

পাকিস্তান প্রথম থেকেই ফিলিস্তিনিদের সমর্থন করে আসছে। সেদেশের জনগণও গাজায় গণহত্যার বিরুদ্ধে সোচ্চার রয়েছে।

৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নতুন করে পাশবিক হামলা শুরু করে দখলদার ইসরাইল। এরপর থেকে সেখানে ৩৯ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এদের বেশিরভাগই শিশু ও নারী। আহত হয়েছেন প্রায় ৯০ হাজার। #

পার্সটুডে/এসএ/২১                   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

               

ট্যাগ