তীব্র প্রতিবাদ বিক্ষোভের মুখে মার্কিন কংগ্রেসে ভাষণ দিলেন নেতানিয়াহু
(last modified Thu, 25 Jul 2024 04:18:49 GMT )
জুলাই ২৫, ২০২৪ ১০:১৮ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
    ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ফিলিস্তিনপন্থি প্রতিবাদকারীদের তীব্র বিক্ষোভের মুখে মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার রাতে তিনি যখন কংগ্রেসে ভাষণ দেন তখন ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের সামনে হাজার হাজার বিক্ষোভকারী ইসরাইল বিরোধী বিক্ষোভে ফেটে পড়েন।

বিক্ষোভকারীরা ‘নেতানিয়াহুকে গ্রেফতার করো’, ‘ইসরাইলকে সাহায্য দেয়া বন্ধ করো’, ‘ফিলিস্তিনকে মুক্ত করো’ বলে স্লোগান দেন। বিক্ষোভকারীরা মার্কিন কংগ্রেস ভবনের সামনে অবস্থান ধর্মঘট করেন। আগের দিন একই স্থানে নেতানিয়াহুরর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের দায়ে প্রায় ২০০ জনকে আটক করা সত্ত্বেও বুধবার আরো বেশি সংখ্যায় বিক্ষোভকারী সমবেত হন।

একজন বিক্ষোভকারী ইউনিয়ন স্টেশনে ক্রিস্টোফার কলম্বাস মেমোরিয়াল স্তম্ভে "হামাস" শব্দ সহ গ্রাফিতি স্প্রে করছেন।

গাজা উপত্যকায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতি আমেরিকার আরো বেশি সমর্থন আদায় করতে ওয়াশিংটন সফরে রয়েছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী। তিনি যাতে কংগ্রেস ভবনে যেতে না পারেন বিক্ষোভকারী সে চেষ্টা চালালেও মার্কিন পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

কংগ্রেসে দেয়া ভাষণে নেতানিয়াহু গাজায় আগ্রাসনের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেন। তিনি হামাসের পাশাপাশি ইরান ও হিজবুল্লাহর তীব্র সমালোচনা করে মধ্যপ্রাচ্যে তৎপর প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে একটি পশ্চিমা জোট গঠন করা আহ্বান জানান।

কংগ্রেসের সামনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতির প্রতিবাদে বিক্ষোভকারীরা  প্রতিবাদমূলক প্ল্যকার্ড বহন করছেন।

মার্কিন কংগ্রেসে ইসরাইলি প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানানো হলেও কংগ্রেস ভবনের বাইরে বিক্ষোভকারীরা মুহুর্মুহু স্লোগানে ওয়াশিংটন ডিসির রাজপথ কাঁপিয়ে তোলেন। তারা নেতানিয়াহুর ডাকনাম ধরে স্লোগান তোলেন, ‘বিবি, বিবি, আমরা শেষ হয়ে যাইনি! ইন্তিফাদা তো কেবল শুরু হলো!’ তারা আরো বলেন, ‘নেতানিয়াহু তুমি পালিয়ে থাকতে পারবে না, তুমি গাজায় গণহত্যা চালাচ্ছো।’

এর আগে মঙ্গলবার মার্কিন কংগ্রেসের সামনে যারা বিক্ষোভ দেখান তাদের মধ্যে শত শত ইহুদি ছিলেন। জায়নিজম বিরোধী এসব ইহুদি বলেন, নেতানিয়াহু তাদের নাম ভাঙিয়ে গাজায় গণহত্যা চালাচ্ছে যা তারা বরদাশত করবেন না।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ