অলিম্পিক গেমসের আগে প্যারিসের রেলে হামলা: দুর্ভোগে ৮ লাখ যাত্রী
(last modified Fri, 26 Jul 2024 12:40:43 GMT )
জুলাই ২৬, ২০২৪ ১৮:৪০ Asia/Dhaka
  • ইউরো স্টার রেল স্টেশন
    ইউরো স্টার রেল স্টেশন

ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগে দ্রুতগতির রেল নেটওয়ার্ক- টিজিভি’তে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এতে বেশকিছু রেললাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আজ রাতেই প্যারিসে শুরু হচ্ছে চার বছর পরপর অনুষ্ঠিত অলিম্পিকের ৩৩তম আসর।

আজ (শুক্রবার) ফরাসি ট্রেন অপারেটর সংস্থা এসএনসিএফ বলেছে, দেশের হাইস্পিড রেল নেটওয়ার্ক স্তব্ধ করে দিয়েছে কিছু অসৎ ব্যক্তি। একাধিক জায়গায় অগ্নিসংযোগ ও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা।

সংস্থাটি বলেছে, বৃহস্পতিবার রাতভর রেল নেটওয়ার্ককে অচল করে দিতে দফায় দফায় ব্যাপক হামলা হয়। প্যারিসের পশ্চিম, উত্তর ও পূর্বে চলে যাওয়া টিজিভি রেল লাইনগুলোর তিনটি স্থানে রেললাইনে আগুন দেওয়া হয়। তবে দক্ষিণের একটি স্থানে অগ্নিসংযোগের চেষ্টা ঠেকিয়ে দেয়া হয়েছে। এতে সেখানকার লাইনগুলো অক্ষত আছে।

এসএনসিএফ আরও বলেছে, রেল ব্যবস্থাকে অচল করে দিতে ‘বিদ্বেষপূর্ণ তৎপরতা’ চালানো হয়েছে। এতে মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। ভিন্ন লাইন দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। তবে অনেক যাত্রীকে নির্ধারিত যাত্রা স্থগিত করতে হবে। রোববার পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে।

ফ্রান্সের সংবাদমাধ্যম বিএফএমটিভিতে রেল কোম্পানি এসএনসিএফের প্রেসিডেন্ট বলেছেন, ৮ লাখ যাত্রী দুর্ভোগে পড়েছেন। রেল নেটওয়ার্ককে অলিম্পিক গেমসের জন্য প্রস্তুত করা হয়েছিল। কিন্তু এখন এই নেটওয়ার্ক যত দ্রুত সম্ভব সচল করতে শত শত কর্মীকে কাজে লাগাতে হচ্ছে।

ফ্রান্সের পুলিশ কর্মকর্তারা এই হামলাকে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ বলে বর্ণনা করে জানান, এই হামলা অলিম্পিক গেমসকে টার্গেট করে চালানো হয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ