ঢাকায় ২৪৩ মামলায় ডিএমপির অভিযানে গ্রেফতার ২৮২২
(last modified Mon, 29 Jul 2024 08:25:02 GMT )
জুলাই ২৯, ২০২৪ ১৪:২৫ Asia/Dhaka
  • ঢাকায় ২৪৩ মামলায় ডিএমপির অভিযানে গ্রেফতার ২৮২২

কোটা সংস্কার আন্দোলনে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ২৪৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ২৮২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ (সোমবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সহিংসতা ও নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত সহিংসতার ঘটনায় মামলা হয়েছে ২৪৩টি। আর এসব মামলায় এখন পর্যন্ত ডিএমপি গ্রেফতার করেছে ২৮২২ জনকে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়‌নি

এদিকে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র ক‌রে উদ্ভূত প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গতকাল (রোববার) রা‌তে এক বিবৃতিতে এমনটাই দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছাত্র-ছাত্রীদের মৃত্যুর প্রতিটি ঘটনা, হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর, নাশকতা ও নাশকতা জড়িত পরবর্তী সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ীদের যথাযথ তদন্তের মাধ্যমে জবাবদিহি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃ‌তি‌তে উল্লেখ করা হয়, প্রতিবাদী ছাত্র এবং নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধ বা হয়রানি ছাড়াই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে।#

পার্সটুডে/এমএআর/২৯

ট্যাগ