ঢাকা,চট্টগ্রাম ও রাজশাহীতে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল: সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
(last modified Mon, 29 Jul 2024 13:30:21 GMT )
জুলাই ২৯, ২০২৪ ১৯:৩০ Asia/Dhaka
  • ঢাকা,চট্টগ্রাম ও রাজশাহীতে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল: সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে চলমান কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

রাজধানীর মিরপুর ১০, ইসিবি চত্বর ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে আজ সোমবার দুপুরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ইসিবি চত্বরে জড়ো হওয়া একদল বিক্ষোভকারীকে লাঠিপেটা করে পুলিশ সরিয়ে দিয়েছে।

চট্টগ্রামে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর এক পর্যায়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে নগরের কোতোয়ালি থানার চেরাগী পাহাড় মোড়ে সংঘর্ষ শুরু হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে আজ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচারসহ ৯ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর আজ রাজধানীর কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করা হয়েছে। একই সঙ্গে ‘কথিত আটক’ ছয় সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।#

পার্সটুডে/জিএআর/২৯

ট্যাগ