ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধস: নিহতের সংখ্যা বেড়ে ১০৬
https://parstoday.ir/bn/news/event-i140102-ভারতের_কেরালায়_ভয়াবহ_ভূমিধস_নিহতের_সংখ্যা_বেড়ে_১০৬
ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। টানা চার ঘণ্টা বৃষ্টিপাতের পর আজ (মঙ্গলবার) ভোরে রাজ্যটির ওয়েনাড জেলার পাহাড়ি মেপ্পেদি এলাকায় ওই ভূমিধস হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ৩০, ২০২৪ ১৮:৩৮ Asia/Dhaka
  • ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধস: নিহতের সংখ্যা বেড়ে ১০৬

ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। টানা চার ঘণ্টা বৃষ্টিপাতের পর আজ (মঙ্গলবার) ভোরে রাজ্যটির ওয়েনাড জেলার পাহাড়ি মেপ্পেদি এলাকায় ওই ভূমিধস হয়।

রাজ্যের দুর্যোগ মোকাবিলা সংস্থা কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেসিডিএমএ) জানিয়েছে, এখনও শতাধিক মানুষ আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন কেসিডিএমএ ও কেন্দ্রীয় সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থার কর্মীরা। জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এনডিআরএফ, কান্নুর ডিফেন্স সিকিউরিটি কোর, বিমানবাহিনীর হেলিকপ্টার এবং পুলিশের দুটি ইউনিটও উদ্ধারকাজ করছে।

কেরালার এক মন্ত্রী জানিয়েছেন, "পরিস্থিতি অত্যন্ত গুরুতর। হতাহতের সংখ্যা বাড়তে পারে।"

টেলিভিশনে প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায়, উদ্ধারকারী কর্মীরা উপড়েপড়া গাছ ও কাদামাটির নিচে চাপাপড়া টিনের ঘরের কাঠামোর মধ্যে কাজ করছেন। এ সময় পাথরের স্তূপের ফাঁক দিয়ে ঘোলা পানি প্রবাহিত হতে দেখা যায়।

রাজ্যের সরকারি কর্মকর্তারা বলেছেন, ক্ষতিগ্রস্ত অঞ্চলে প্রায় ৩৫০টি পরিবার বাস করতো। তাদের বেশিরভাগই চা এবং এলাচের বাগানের কর্মী। এখন পর্যন্ত ২৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কার্যালয় থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার কাছের শহর চুরামালার সাথে সংযুক্তকারী একটি সেতু ধ্বংস হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। সেখানে একটি বিকল্প সেতু নির্মাণে সাহায্য করার জন্য সেনা প্রকৌশলীদের সহায়তা নেওয়া হয়েছে।#

পার্সটুডে/এমএআর/৩০