গাজার পরাজয় ঢাকতে প্রতিরোধ আন্দোলনের কমান্ডারদের হত্যা করছে ইসরাইল
(last modified Sun, 04 Aug 2024 06:51:06 GMT )
আগস্ট ০৪, ২০২৪ ১২:৫১ Asia/Dhaka
  • মোহাম্মদ বাকের কলিবফ
    মোহাম্মদ বাকের কলিবফ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল গত দশ মাস ধরে যে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে আসছে তার ব্যর্থতা ঢাকতে প্রতিরোধ আন্দোলনের নেতা এবং কমান্ডারদেরকে হত্যা করছে। 

গতকাল (শনিবার) লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর কাছে পাঠানো এক শোকবার্তায় বাকের কলিবফ একথা বলেন। হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে ইহুদিবাদী ইসরাইল যে কাপরুষোচিতভাবে শহীদ করেছে তার জন্য গভীর শোক ও সমবেদনা জানান ইরানি স্পিকার। গত মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়ে এলাকার একটি ভবনে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ফুয়াদ শুকুরকে শহীদ করে ইসরাইলের বর্বর বাহিনী। 

ফুয়াদ শুকুর

ইরানি স্পিকার তার শোকবার্তায় বলেন, ফিলিস্তিন এবং লেবাননে ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ প্রতিরোধের ক্ষেত্রে ফুয়াদ শুকুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার এই মহান প্রচেষ্টার কথা মুক্তিকামী জনগণের মনে জাগরুক থাকবে।

শোকবার্তায় বাকের কলিবফ আরো বলেন, হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার মধ্য দিয়ে সারা বিশ্বের কাছে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী ও বর্বর চরিত্র আবারো প্রকাশ হয়ে পড়েছে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিরোধ আন্দোলনের শহীদদের রক্ত ইহুদিবাদীদের দখলদারিত্ব থেকে ফিলিস্তিনি ভূখণ্ডকে মুক্ত করার জন্য ক্ষেত্র তৈরি করবে।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`