ইরাকি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, কয়েকজন সেনা আহত
(last modified Tue, 06 Aug 2024 08:13:49 GMT )
আগস্ট ০৬, ২০২৪ ১৪:১৩ Asia/Dhaka
  • ইরাকি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, কয়েকজন সেনা আহত

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন-আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছে। তবে কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।  গাজা যুদ্ধে ইসরাইলের প্রতি আমেরিকার সমর্থনের প্রতিবাদে এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে।

রাজধানী বাগদাদের পশ্চিমে অবস্থিত আইন-আল আসাদ ঘাঁটিতে গতকাল (সোমবার) সন্ধ্যায় দুটি বিস্ফোরণ ঘটে। ঘাঁটির মার্কিন সেনারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্র মোকাবেলার চেষ্টা করে। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, হামলায় মার্কিন সেনা আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তিন কর্মকর্তা তবে তারা নাম প্রকাশ করতে চাননি। রয়টার্সের খবর অনুসারে, মার্কিন ঘাঁটির কাছ থেকে আরাশ-ওয়ান ক্ষেপণাস্ত্রের লঞ্চার উদ্ধার করা হয়েছে। 

মার্কিন গণমাধ্যম বলছে, যখন আইন-আল আসাদ ঘাঁটিতে রকেট হামলা হয় তখন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে অবস্থান করছিলেন। 

সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইহুদিবাদী ইসরাইল শহীদ করেছে। এ ঘটনায় ইরান কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করে। এই প্রেক্ষাপটে ইসরাইল এবং আমেরিকা ইরানের হামলার বিষয়টি নিশ্চিত বলে তা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে‌।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`

 

ট্যাগ