প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মন্তব্য
‘গাজা যুদ্ধ দীর্ঘায়িত করতে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে’
ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, গাজা যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য হামাস নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করেছে ইহুদিবাদী ইসরাইল।
রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। আজ (মঙ্গলবার) মাহমুদ আব্বাসের এ সাক্ষাৎকার প্রচার হয়।
তিনি বলেন, “এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে চলমান গাজাযুদ্ধ বন্ধ এবং অবরুদ্ধ উপত্যকা থেকে ইহুদিবাদী সেনা প্রত্যাহারের ব্যাপারে যে আলোচনা চলছিল তার ওপরে ইসমাইল হানিয়ার এই হত্যাকাণ্ড নেতিবাচক প্রভাব ফেলেছে।”
ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী তৎপরতা বন্ধের জন্যও তেল আবিবের প্রতি আহ্বান জানান আব্বাস। পাশাপাশি আন্তর্জাতিক আইন মেনে চলার কথা বলেন তিনি।
গত ৩১ জুলাই রাজধানী তেহরানে ইসমাইল হানিয়াকে শহীদ করে ইহুদিবাদী ইসরাইল। ইরান এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`