ড. ইউনূসকে অভিনন্দন জানালেন মোদি, খাড়গে, রাহুল ও মমতা
https://parstoday.ir/bn/news/event-i140428-ড._ইউনূসকে_অভিনন্দন_জানালেন_মোদি_খাড়গে_রাহুল_ও_মমতা
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলটির নেতা রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ০৯, ২০২৪ ১৯:০৪ Asia/Dhaka
  • ড. মুহাম্মদ ইউনূস
    ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলটির নেতা রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন।

গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি লিখেন, "নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসার আশা করছি আমরা।"

মোদি আরও লিখেছেন, "শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য ও দুই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

নরেন্দ্র মোদি

এদিকে, বাংলাদেশের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আজ শুক্রবার সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে এই অভিনন্দন জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় শাহবাজ লিখেছেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশকে একটি সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে পরিচালিত করার ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসের সাফল্য কামনা করছি। আমি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বাড়াতে আগ্রহী।’ 

শাহবাজ শরীফ

অন্যদিকে, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব‍্যানার্জিও বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন।

আজ (শুক্রবার) বেলা ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজ থেকে এই শুভেচ্ছা বার্তা পোস্ট করেন তিনি।  

মমতা লিখেছেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন, তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে।’

নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকব।’

খুব শিগগিরই সংকট কেটে শান্তি ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।#

পার্সটুডে/এমএআর/৯