ইরানের পক্ষে তৃতীয় স্বর্ণ জয় সালিমির; অভিনন্দন জানালেন পেজেশকিয়ান
(last modified Sun, 11 Aug 2024 05:00:09 GMT )
আগস্ট ১১, ২০২৪ ১১:০০ Asia/Dhaka
  • ইরানের পক্ষে তৃতীয় স্বর্ণ জয় সালিমির; অভিনন্দন জানালেন পেজেশকিয়ান

প্যারিস অলিম্পিকে ইরানের পক্ষে তৃতীয় স্বর্ণ জয় করেছেন তায়কোয়ান্ডো খেলোয়াড় আরিয়ান সালিমি। তিনি গতকাল (শনিবার) ৮০ কেজি বিভাগের ফাইনালে ব্রিটিশ প্রতিদ্বন্দ্বী স্যাডেন সুনিঙ্ঘামকে ২-১ ব্যবধানে পরাজিত করে স্বর্ণপদক লাভ করেন।

২০ বছর বয়সি এই ইরানি তাইকোয়াণ্ডো খেলোয়াড় ফাইনালের প্রথম রাউন্ডে সুনিঙ্ঘামের কাছে পরাজিত হলেও পরের দুই রাউন্ডে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

এর আগে সালিমি রান-আপ ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়ার ইভান সাপিনাকে ২-১ ব্যবধানে পরাজিত করে ফাইনালে উন্নীত হন।

প্যারিস অলিম্পিকে স্বর্ণ জয় করায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশের তায়কোয়ান্ডো খেলোয়াড় আরিয়ান সালিমিকে অভিনন্দন জানিয়েছেন।  তিনি এক এক্স বার্তায় বার্তায় বলেছেন, আরিয়ান স্বর্ণপদক লাভ করে ইরানি জনগণের হৃদয় জয় করে নিয়েছেন।

অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফও একই ধরনের পোস্টে এই ইরানি অ্যাথলেটকে অভিনন্দন জানিয়েছেন এবং তাকে একজন ‘অপ্রতিরোধ্য’ ক্রীড়াবিদ হিসেবে অভিহিত করেছেন।

উল্লেখ্য, অলিম্পিকে তায়কোয়ান্ডো বিভাগে ইরানের পক্ষে ১৬ বছর পর স্বর্ণ জয় করলেন আরিয়ান সালিমি।  এর আগে ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে সোনা জিতেছিলেন ইরানের হাদি সায়ি। সায়ি বর্তমানে ইরানের তায়কোয়ান্ডো ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ