ইউরোপের প্রতি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আহ্বান
‘ইসরাইলকে মদদ না দিয়ে গাজা যুদ্ধ বন্ধে সাহায্য করুন’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তাতে মদদ না দিয়ে বরং তার অবসান ঘটাতে ইউরোপের দেশগুলো বিশেষ করে জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
গতকাল (সোমবার) সন্ধ্যায় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট এ আহ্বান জানান।
তিনি বলেন, “গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যা বন্ধে ইউরোপের দেশগুলো বিশেষ করে জার্মানি কার্যকর ভূমিকা পালন করবে বলে বিশ্ববাসী আশা করে। ইহুদিবাদী ইসরাইল যখন গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক শান্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে তখন বিশ্ববাসী ইউরোপের কাছে এই আশা করে।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষা করা ইরানের অনুসৃত নীতিগুলোর অন্যতম। এছাড়া, ইরান মনে করে আন্তর্জাতিক আইন ও নিয়ম-নীতি মেনে চলা তাদের দায়িত্ব।
পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গে মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান সব দেশের সাথে সম্পর্ক ও যোগাযোগ বাড়ানোর বিষয়টিকে স্বাগত জানায় তবে তা হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে এবং চাপ সৃষ্টি, নিষেধাজ্ঞা আরোপ, বলদর্পিতা ও আগ্রাসনের কাছে ইরান নতি স্বীকার করবে না। বরং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আগ্রাসীদের তৎপরতার জবাব দেয়া ইরানের অধিকার বলে তেহরান বিবেচনা করে।
ফোনালাপে জার্মান চ্যান্সেলর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানান। তিনি বলেন, ইরানের সাথে সব ক্ষেত্রে সম্পর্ক বাড়াতে আগ্রহী জার্মানি। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা তার দেশের কাছে অগ্রাধিকার পাচ্ছে। এছাড়া, গাজা যুদ্ধ শিগগিরি বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।#
পার্সটুডে/এসআইবি/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।