পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাপ্তাহিক ব্রিফিং
ইসরাইলি সন্ত্রাসের মোকাবিলায় ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে: পাকিস্তান
ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের মোকাবিলায় ইরানের আত্মরক্ষা করার অধিকার রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ শুক্রবার রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে ইরানের প্রতি এ সমর্থন জানান।
তিনি পশ্চিম এশিয়া অঞ্চলের সর্বশেষ পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। মুমতাজ বালুচ বিশেষ করে গাজায় ইসরাইলি গণহত্যা এবং ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্তহত্যার ব্যাপারে ইসলামাবাদের উদ্বেগের কথা জানান। তিনি গাজায় চলমান ইসরাইলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান।
ইসরাইল হামাস নেতা হানিয়াকে হত্যা করেছে জানিয়ে পাকিস্তানের এই মুখপাত্র বলেন, “ইরান আত্মরক্ষা করার প্রতিটি অধিকার সংরক্ষণ করে।” ইসরাইলকে তার সব অপরাধী কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান মুমতাজ বালুচ।
ইসমাইল হানিয়া গত ৩১ জুলাই তেহরানে ইসরাইলি গুপ্তহত্যার শিকার হন। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে এসেছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পাশাপাশি ইরানের সামরিক কমান্ডাররা হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণের প্রত্যয় জানিয়েছেন।
ইসমাইল হানিয়ার শাহাদাতে ইরানে তিনদিনের শোক পালিত হয়। পাকিস্তানও এ উপলক্ষে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করে।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৭