গণজাগরণের ডাক দিল হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন 
https://parstoday.ir/bn/news/event-i140684-গণজাগরণের_ডাক_দিল_হামাস_ও_ইসলামী_জিহাদ_আন্দোলন
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের ভয়াবহ হামলার পর জনপ্রিয় গণজাগরণের ডাক দিয়েছে প্রতিরোধকামী সংগঠন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৭, ২০২৪ ১১:৫০ Asia/Dhaka
  • গণজাগরণের ডাক দিল হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন 

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের ভয়াবহ হামলার পর জনপ্রিয় গণজাগরণের ডাক দিয়েছে প্রতিরোধকামী সংগঠন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম তীরের উত্তরাঞ্চলের জিৎ গ্রামে ইহুদিবাদীরা হামলা চালিয়ে কয়েকজন ফিলিস্তিনিকে হত্যা করে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়। এই ঘটনার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠন দুটি।

গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে দুর্বৃত্ত ইহুদিবাদীদের বিরুদ্ধে জনপ্রিয় গণজাগরণ সৃষ্টির আহ্বান জানায় হামাস। বিবৃতিতে সংগঠনটি বলেছে, জিৎ গ্রামে অবৈধ বসতি স্থাপনকারী দুর্বৃত্তদের হামলায় শহীদ রশিদ মাহমুদ সাদার জন্য শোক প্রকাশ করছি। আমরা নিশ্চিত করছি যে, এই খাঁটি রক্ত বৃথা যাবে না বরং দখলদার ইহুদিবাদী ইসরাইলের জন্য গজব হয়ে দেখা দেবে। 

এদিকে, ইসলামী জিহাদ আন্দোলনও জিৎ গ্রামে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার নিন্দা করে এই হামলাকে অধিকৃত পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে অভিহিত করেছে।

ইসলামী জিহাদ বলেছে, হামলার সময় দখলদার সেনাবাহিনীর গ্রাম অবরোধের ঘটনাটি ১৯৪৮ সালে আমাদের জনগণকে নিজেদের ভূমি থেকে উদ্বাস্তু করার লক্ষ্যে স্টার্ন, ইরগুন এবং হাগানাহ গ্যাং দ্বারা পরিচালিত গণহত্যার কথা স্মরণ করিয়ে দেয়। এই হামলাকে যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহুর পৃষ্ঠপোষকতায় বাস্তবায়িত একটি সরকারী পরিকল্পনা বলে উল্লেখ করেছে জিহাদ আন্দোলন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৭