‘আমি ঘুমাতে পারি না, সারাজীবনে এত কবর খুড়িনি’
https://parstoday.ir/bn/news/event-i140728-আমি_ঘুমাতে_পারি_না_সারাজীবনে_এত_কবর_খুড়িনি’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাদ হাসান বারাকা নামে একজন কবর খননকারী বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যায় শহীদ ১৯ হাজার ব্যক্তিকে তিনি কবর দিয়েছেন। ইসরাইলি আগ্রাসনে এরইমধ্যে গাজা উপত্যকায় শহীদের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৮, ২০২৪ ১১:৪৮ Asia/Dhaka
  • ‘আমি ঘুমাতে পারি না, সারাজীবনে এত কবর খুড়িনি’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাদ হাসান বারাকা নামে একজন কবর খননকারী বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যায় শহীদ ১৯ হাজার ব্যক্তিকে তিনি কবর দিয়েছেন। ইসরাইলি আগ্রাসনে এরইমধ্যে গাজা উপত্যকায় শহীদের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। 

হাসান বারাকা মধ্য গাজার অন্যতম বৃহত্তম কবরস্থান আল-সুইদিতে ২৮ বছর ধরে কবর খোঁড়ার কাজ করে আসছেন। তিনি বলেন, এত দীর্ঘ সময় ধরে কবর খোঁড়ার কাজ করলেও তিনি সারাজীবনে এত লাশ কখনো দেখেননি, এত কবরও তিনি খনন করেননি। বারাকা আক্ষেপ করে বলেন, এত লাশ আর এত ধ্বংসযজ্ঞ তিনি কখনো দেখেননি।

৬৩ বছর বয়সী বারাকা জানান, গত ৭ অক্টোবর ইসরাইলের আগ্রাসন শুরুর পর থেকে প্রতি সপ্তাহে তিনি ২০০ হতে ৩০০ শহীদকে দাফন করেছেন। এই আগ্রাসন শুরুর আগে প্রতি সপ্তাহে তিনি পাঁচটিরও কম কবর খুঁড়তেন। তিনি জানান, কবর খোঁড়ার কাজে এখন তার কোনো বিরতি নেই।#

পার্সটুডে/এসআইবি/১৮ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাদ হাসান বারাকা নামে একজন কবর খননকারী বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যায় শহীদ ১৯ হাজার ব্যক্তিকে তিনি কবর দিয়েছেন। ইসরাইলি আগ্রাসনে এরইমধ্যে গাজা উপত্যকায় শহীদের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।