ইরানের কিছু প্রদেশে গমের উৎপাদন শতকরা ১০০ ভাগ বেড়েছে
https://parstoday.ir/bn/news/event-i140804-ইরানের_কিছু_প্রদেশে_গমের_উৎপাদন_শতকরা_১০০_ভাগ_বেড়েছে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের কয়েকটি প্রদেশে চলতি বছর গমের উৎপাদন শতকরা একশ ভাগ পর্যন্ত বেড়েছে। ইরানের কৃষি মন্ত্রণালয় গমের এই বাম্পার ফলনে কৃষকদের ধন্যবাদ জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২০, ২০২৪ ১৭:১০ Asia/Dhaka
  • ইরানের কিছু প্রদেশে গমের উৎপাদন শতকরা ১০০ ভাগ বেড়েছে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের কয়েকটি প্রদেশে চলতি বছর গমের উৎপাদন শতকরা একশ ভাগ পর্যন্ত বেড়েছে। ইরানের কৃষি মন্ত্রণালয় গমের এই বাম্পার ফলনে কৃষকদের ধন্যবাদ জানিয়েছে।

বলা হচ্ছে- বাম্পার ফলন এবং কৃষকদের দেয়া মূল্য প্রণোদনার কারণে গমের উৎপাদন ১০০ ভাগ পর্যন্ত বেড়েছে। কৃষি মন্ত্রণালয় গতকাল (সোমবার) বলেছে, দেশের তৃতীয় বৃহত্তম গম উৎপাদনকারী উত্তর-পূর্বাঞ্চলীয় গোলেস্তান প্রদেশে গমের উৎপাদন গত বছরের তুলনায় এ বছর দ্বিগুণ হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, মধ্যাঞ্চলীয় ইস্ফাহান প্রদেশেও এ বছরে গমের উৎপাদন ৯৮ ভাগ বৃদ্ধির তথ্য পাওয়া গেছে। এছাড়া, উত্তর খোরাসান, মধ্যাঞ্চলীয় মারকাজি এবং পশ্চিম ইরানের হামেদান প্রদেশে উৎপাদন ৭০ ভাগের বেশি বেড়েছে।

মন্ত্রণালয় আরো বলেছে, এপ্রিলের শুরুতে অভ্যন্তরীণভাবে গম কেনা শুরু হয় এবং তা ১১.৫১ মিলিয়ন মেট্রিক টনে গিয়ে দাঁড়ায়। গত বছরের একই সময়ের চেয়ে শতকরা ১৬ ভাগ গম এ সময়ে বেশি কেনা হয়েছে। এসময় ৯৪২ ট্রিলিয়ন রিয়াল সরকারের নিশ্চিত ক্রয় কর্মসূচির অধীনে কৃষকদের দেয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, অনুকূল আবহাওয়া এবং সরকারের পক্ষ থেকে কৃষকদের ভালো ক্রয় মূল্য দেয়ার কারণে গমের উৎপাদন ব্যাপকভাবে বেড়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২০