কারবালায় এবারের আরবাইনে ২১.৪৮ মিলিয়ন মুসলমানের অংশগ্রহণ
https://parstoday.ir/bn/news/event-i140980
ইরাকের পবিত্র কারবালা শহরে গতকালের আরবাইনের শোকানুষ্ঠানে রেকর্ড সংখ্যক জিয়ারতকারী অংশ নিয়েছেন। হজরত আব্বাস (আ.)-এর মাজারের ব্যবস্থাপনা কমিটি এ তথ্য জানিয়েছে। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ২৬, ২০২৪ ১১:৩৭ Asia/Dhaka
  • কারবালায় এবারের আরবাইনে ২১.৪৮ মিলিয়ন মুসলমানের অংশগ্রহণ

ইরাকের পবিত্র কারবালা শহরে গতকালের আরবাইনের শোকানুষ্ঠানে রেকর্ড সংখ্যক জিয়ারতকারী অংশ নিয়েছেন। হজরত আব্বাস (আ.)-এর মাজারের ব্যবস্থাপনা কমিটি এ তথ্য জানিয়েছে। 

মাজারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রেস টিভিকে নিশ্চিত করেন যে, রাসূল (স) এর প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকীর ৪০তম দিন আরবাইনকে স্মরণ করতে কয়েক ডজন দেশের অন্তত ২১.৪৮ মিলিয়ন মুসলমান কারবালায় সমবেত হয়েছিলেন। মাজার কমিটি জানিয়েছে, এবারে জিয়ারতকারীর সংখ্যা ছিল দুই কোটি ১৪ লাখ ৮০ হাজার ৫২৫। এর মধ্যে ইরানি জিয়ারতকারী ছিলেন প্রায় ৩৫ লাখ। তেহরানের সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

আরবাইন হচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জমায়েত এবং মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। ইরান, ইরাক, আফগানিস্তান, আজারবাইজান, বাহরাইন, কুয়েত, পাকিস্তান এবং সৌদি আরবসহ বহু দেশের জিয়ারতকারী কারবালা শহর সফর করেছেন। ইরাকের রাজধানী বাগদাদের প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কারাবালা শহর অবস্থিত। জিয়ারতকারীরা প্রায় ৮০ কিলোমিটার পথ পায়ে হেঁটে কারবালা সফর করেন।

এবারের আরবাইন অনুষ্ঠানে যোগ দেয়া জিয়ারতকারীরা ফিলিস্তিনের পতাকা বহন করেছেন। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই পাতাকা বহন করেন।# 

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৫