মুসলিম দেশগুলোর উচিত ইসরাইলের সমর্থকদের ওপর চাপ সৃষ্টি করা: ইরান
https://parstoday.ir/bn/news/event-i141008-মুসলিম_দেশগুলোর_উচিত_ইসরাইলের_সমর্থকদের_ওপর_চাপ_সৃষ্টি_করা_ইরান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা ও অপরাধযজ্ঞ বন্ধ করার জন্য তেল আবিবের সমর্থকদের ওপর মুসলিম দেশগুলোর পাশাপাশি অন্যান্য দেশের চাপ সৃষ্টি করা উচিত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৭, ২০২৪ ০৯:৪৫ Asia/Dhaka
  • মুসলিম দেশগুলোর উচিত ইসরাইলের সমর্থকদের ওপর চাপ সৃষ্টি করা: ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা ও অপরাধযজ্ঞ বন্ধ করার জন্য তেল আবিবের সমর্থকদের ওপর মুসলিম দেশগুলোর পাশাপাশি অন্যান্য দেশের চাপ সৃষ্টি করা উচিত।

তিনি সোমবার রাতে তেহরান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী আব্দুর রহমান আলে সানির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচেষ্টা চালানোর জন্য তিনি কাতারের ভুয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তিনি গাজায় ইসরাইলি ভয়াবহ অপরাধযজ্ঞের ব্যাপারে মানবাধিকারের রক্ষক দাবিদার দেশগুলোর নীরবতার কড়া সমালোচনা করেন।

গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি ভয়াবহ গণহত্যায় অন্তত ৪০,৪০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তেহরান ও দোহার মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তবে একইসঙ্গে তিনি বলেন, অন্যান্য ক্ষেত্রে ইরান ও কাতারের মধ্যে সহযোগিতা আরো বেশি শক্তিশালী করার যথেষ্ট সুযোগ রয়েছে যা কাজে লাগানো উচিত।

সাক্ষাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী গাজা গণহত্যার ব্যাপারে আন্তর্জাতিক সমাজ বিশেষ করে মানবাধিকারের স্বঘোষিত রক্ষকদের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেন। কাতার গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবে উল্লেখ করে আলে সানি বলেন, গাজা যুদ্ধের ব্যাপারে ইরান বুদ্ধিদীপ্ত ও গঠনমূলক ভূমিকা গ্রহণ করেছে।

কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানি ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী করতে চান বলে ইরানের প্রেসিডেন্টকে জানান কাতারের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সোমবারই কাতারের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন