তুরস্কের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে শর্ত দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ
(last modified Tue, 27 Aug 2024 03:54:39 GMT )
আগস্ট ২৭, ২০২৪ ০৯:৫৪ Asia/Dhaka
  • তুরস্কের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে শর্ত দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তুরস্কের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ক্ষেত্রে পরস্পরের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সম্পর্ক প্রতিষ্ঠা করার আগে আঙ্কারা ও দামেস্কের মধ্যে উত্তেজনা সৃষ্টির মূল কারণ চিহ্নিত করতে হবে।

প্রেসিডেন্ট আসাদ রাজধানী দামেস্কে সিরিয়ার পার্লামেন্টে দেয়া এক ভাষণে এ আহ্বান জানান।

তিনি বলেন, রাশিয়া, ইরান ও ইরাকের মধ্যস্থতায় গত পাঁচ বছরে সিরিয়া ও তুরস্কের মধ্য উচ্চ পর্যায়ের বেশ কিছু বৈঠক হলেও তাতে কোনো ফল বয়ে আসেনি। এর জন্য তিনি সুস্পষ্ট পরিকল্পনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনার অভাবকে দায়ী করেন।

সিরিয়ার প্রেসিডেন্ট সুস্পষ্ট  করে বলেন, সম্পর্ক স্বাভাবিক করার আগে তুরস্ককে অবশ্যই নিজের নীতি পরিবর্তন করতে হবে কারণ, তুরস্কের জন্যই দ্বিপক্ষীয় সম্পর্কের এই অবনতি হয়েছে। আসাদ বলেন, তুরস্ককে সিরিয়ার ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করার পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়া বন্ধ করতে হবে। 

প্রেসিডেন্ট আসাদ বলেন, এগুলো নিছক বলার জন্য বলা কোনো কথা নয় বরং কূটনৈতিক সাফল্য অর্জনের মৌলিক শর্ত।  তিনি বলেন, “আমরা কোনো অবস্থাতেই যেমন আমাদের অধিকার ত্যাগ করব না, তেমনি অন্যদেরকেও তাদের অধিকার ত্যাগ করতে বলব না। এটি একটি মৌলিক নীতি যা যেকোনো আলোচনায় আমাদের দৃষ্টিভঙ্গি নির্দেশ করে।

২০১৬ সাল থেকে কুর্দি বিদ্রোহীদের দমন করার অজুহাতে বেশ কয়েকবার সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান চালিয়েছে তুরস্ক। এছাড়া এখনও সিরিয়ার ভেতরে তুর্কি সেনা মোতায়েন রয়েছে। ২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেয়ার পর দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল আঙ্কারা।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ