ইহুদিবাদীরা 'আগুন নিয়ে খেলছে: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i141174-ইহুদিবাদীরা_'আগুন_নিয়ে_খেলছে_তুর্কি_পররাষ্ট্রমন্ত্রী
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধকে অধিকৃত পশ্চিম তীর এবং তার বাইরে সম্প্রসারণের জন্য ইহুদিবাদী ইসরাইলের কঠোর নিন্দা করেছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
আগস্ট ৩১, ২০২৪ ১৪:১৭ Asia/Dhaka
  • ইহুদিবাদীরা 'আগুন নিয়ে খেলছে: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধকে অধিকৃত পশ্চিম তীর এবং তার বাইরে সম্প্রসারণের জন্য ইহুদিবাদী ইসরাইলের কঠোর নিন্দা করেছেন।

ফিদান গতকাল (শুক্রবার) স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, "ইসরাইল কেবল গাজায় গণহত্যা চালাচ্ছে না, বরং এটি এখন এই যুদ্ধকে পশ্চিম তীর, লেবানন এবং সম্ভাব্য অন্যান্য দেশগুলোকে শত্রু হিসাবে বিবেচিত করছে যা আমরা বুঝতে বা ধারণা করতে পারি না।"

ইসরাইলের অবৈধ সরকার এই অঞ্চলে দখলদারিত্ব ও গণহত্যা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে ফিদান নিপীড়িত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদের অপরাধ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

তুর্কি মন্ত্রী উল্লেখ করেন যে, ইসরাইল গাজায় "গণহত্যা" চালাচ্ছে; অবরুদ্ধ গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে মানুষকে ক্ষুধার মুখে ফেলছে। তিনি বলেন, ইসরাইল হাসপাতাল, মসজিদ, স্কুল, গির্জায় বোমা হামলা চালিয়ে মানবিক মূল্যবোধকে পদদলিত করেছে।

ফিদান আরো বলেন, "ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার আগুন নিয়ে খেলছে। এই বিপজ্জনক খেলা তার অবস্থান ধরে রাখতে সমগ্র অঞ্চলের ভবিষ্যতকে বিপন্ন করছে।"#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৩১