পশ্চিম তীরে সংঘর্ষের সময় ইসরাইলি কমান্ডার নিহত
https://parstoday.ir/bn/news/event-i141200-পশ্চিম_তীরে_সংঘর্ষের_সময়_ইসরাইলি_কমান্ডার_নিহত
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর জুড়ে ইহুদিবাদী ইসরাইলের মারাত্মক আগ্রাসনের মধ্যে একজন দখলদার সামরিক কমান্ডার নিহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০২৪ ০৯:২৩ Asia/Dhaka
  • পশ্চিম তীরে সংঘর্ষের সময় ইসরাইলি কমান্ডার নিহত

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর জুড়ে ইহুদিবাদী ইসরাইলের মারাত্মক আগ্রাসনের মধ্যে একজন দখলদার সামরিক কমান্ডার নিহত হয়েছে।

গতকাল (শনিবার) এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী বলেছে, ২০ বছর বয়সী এলকানা নাভন নামে ওই কমান্ডার দিনের শুরুতে জেনিন শহরে সংঘাতের মধ্যে পড়ে যায়নিহত সেনাকে স্কোয়াড কমান্ডার হিসেবে চিহ্নিত করেছে ইসরাইল। এই সংঘর্ষের সময় আরেক সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছে। 

জেনিন শহরের শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইহুদিবাদী সেনারা আক্রমণ করলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে সংঘর্ষ শুরু হয়। শনিবার টানা চতুর্থ দিন দখলদার সেনাদের সাথে পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সংঘর্ষ হলো। এ সময় ইসরাইলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকা, বিশেষ করে এর উত্তর অংশে তীব্র বিমান হামলা এবং স্থল আক্রমণ চালিয়েছে। 

এদিকে, গতকাল জেনিন শহর পরিদর্শন করেন ইসরাইলি সেনাপ্রধান হারজি হালেভি। তিনি বলেন, সেনারা শহর থেকে শহরে, শরণার্থী শিবিরে শরণার্থী শিবিরে, চমৎকার বুদ্ধিমত্তার সাথে, খুব ভালোভাবে ও সক্ষমতার সাথে শক্তিশালী হামলা চালিয়ে যাচ্ছে। 

পশ্চিম তীরে গত কয়েকদিনের সংঘাতে অন্তত ২২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। তবে হামাস ও জিহাদ আন্দোলন বলেছে, ইসরাইলিদের এই আগ্রাসন পুরো ফিলিস্তিনি জাতিকে ঐক্যবদ্ধ করবে এবং দখলদারদের বিরুদ্ধে তাদের লড়াইকে জোরদার করবে।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।