ইরানের মোকাবেলায় নিজেদের অক্ষমতা স্বীকার করলেন লিবারম্যান; ইসরায়েলি সেনাবাহিনীতে জনবল সংকট
https://parstoday.ir/bn/news/west_asia-i156268-ইরানের_মোকাবেলায়_নিজেদের_অক্ষমতা_স্বীকার_করলেন_লিবারম্যান_ইসরায়েলি_সেনাবাহিনীতে_জনবল_সংকট
পার্সটুডে- দখলদার ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন- প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন যে, ইসরায়েল ইরানের ওপর হামলার জন্য প্রস্তুত নয়।
(last modified 2026-01-20T13:41:50+00:00 )
জানুয়ারি ২০, ২০২৬ ১৮:০৩ Asia/Dhaka
  • লিবারম্যান
    লিবারম্যান

পার্সটুডে- দখলদার ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন- প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন যে, ইসরায়েল ইরানের ওপর হামলার জন্য প্রস্তুত নয়।

ইসরায়েল বেইতেনু পার্টির নেতা ও সাবেক যুদ্ধমন্ত্রী লিবারম্যান সোমবার নেসেটে (ইসরায়েলি সংসদ) বলেন, যদি আবার সংঘর্ষ শুরু হয়, ইরান ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলোকে নিশানা করবে, যে কাজটি ১২ দিনের যুদ্ধে তারা সফলভাবে করেছিল। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে তেলআবিবের নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা সম্পূর্ণভাবে অকার্যকর।

লিবারম্যান বলেন, ইরান যদি কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তাহলে ইসরায়েল ব্যাপক ক্ষতির মুখে পড়বে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই এই বিষয়টি স্বীকার করেছেন। লিবারম্যান স্বীকার করেন, ১২ দিনের যুদ্ধের পর থেকে প্রতিরক্ষা ক্ষেত্রে তাদের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

দখলদার ইসরায়েলি সেনাবাহিনীতে তীব্র জনবল সংকট

লিবারম্যানের এই স্বীকারোক্তির পাশাপাশি সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান আয়াল জামির প্রধানমন্ত্রী, যুদ্ধমন্ত্রী এবং পার্লামেন্টের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির সভাপতির কাছে কঠোর ভাষায় লেখা চিঠি পাঠিয়ে সেনাবাহিনীতে মারাত্মক জনবল সংকটের বিষয়ে সতর্ক করেছেন।

টিভি চ্যানেল-১২ জানিয়েছে, ফাঁস হওয়া ওই চিঠিতে সেনাপ্রধান সতর্ক করে বলেন, গুরুতর জনবল সংকট চলতি বছর সেনাবাহিনীর বিপর্যয়ের কারণ হতে পারে এবং এর কার্যকর সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।