ভারতে গরুর গোশত বহন সন্দেহে চলন্ত ট্রেনে মুসলিম বৃদ্ধকে মারধর
(last modified Sun, 01 Sep 2024 11:37:02 GMT )
সেপ্টেম্বর ০১, ২০২৪ ১৭:৩৭ Asia/Dhaka
  • ভারতে গরুর গোশত বহন সন্দেহে চলন্ত ট্রেনে মুসলিম বৃদ্ধকে মারধর

গরুর গোশত বহনের সন্দেহে ভারতের মহারাষ্ট্রে এক মুসলিম বৃদ্ধকে চলন্ত ট্রেনে বেধড়ক মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। নাসিক জেলার ইগাতপুরিতে একটি দূরপাল্লার ট্রেনের কামরায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এসময় অনেক যাত্রী সেখানে থাকলেও বয়স্ক ব্যক্তিটির সহায়তায় কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি।

ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি জানিয়েছে, মহারাষ্ট্রের জলগাঁও জেলার বাসিন্দা আশরাফ মুনিয়ার মালেগাঁওয়ে মেয়ের বাড়িতে ট্রেনে করে যাওয়ার সময় নির্যাতনের শিকার হন। বর্বরোচিত এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, ট্রেনের ভেতরে একদল যুবক এক মুসলিম বৃদ্ধকে হেনস্তা করা হচ্ছে। জলগাওয়ের বাসিন্দা হাজি আশরাফ মুনিয়ার ট্রেনে করে নিজের মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। মাঝপথে ট্রেনে একদল যুবকের সন্দেহ করে যে, মুনায়রের কাছে গরুর মাংস রয়েছে। এ নিয়ে প্রথমে তাঁকে কটুক্তি করা শুরু হয়। এরপর কয়েকজন ওই বৃদ্ধকে মারধর করে। বেশ কিছুক্ষণ ধরে চলে হেনস্তা।

যাত্রীদের জিজ্ঞাসাবাদ আর চড়-থাপ্পরের সময় ওই ব্যক্তিকে ভড়কে যেতে দেখা যায়। এ সময় নিজেদের মোবাইল ফোনে অনেকে ভিডিও ধারণ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আশরাফ মুনিয়া স্বীকার করেন যে, প্ল্যাস্টিকের বক্সে মহিষের গোশত রয়েছে।

মহারাষ্ট্রের রেলওয়ে কমিশনার চলন্ত ট্রেনে মুসলিম যাত্রীকে মারধরের ঘটনা নিশ্চিত করেছেন। একই সঙ্গে এই বিষয়ে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন। এ ছাড়া চলন্ত ট্রেনে যাত্রীকে মারধরকারী অন্য যাত্রীদের খুঁজছে বলে জানিয়েছেন রেলওয়ে কমিশনার।

রেলওয়ে পুলিশ অপর এক কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভাইরাল ভিডিওটিকে কাজে লাগিয়ে হামলার সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্তও করা হয়েছে।

এর আগে গত ২৭ আগস্ট শুক্রবার হরিয়ানায় গরুর গোশত খাওয়ার সন্দেহে পরিযায়ী শ্রমিকদের নির্মমভাবে মারধর করা হয়। এ ঘটনায় পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিক সাবির মালিকের মৃত্যু হয়েছে। অসমের বরপেটার বাসিন্দা আছিরুদ্দিনও ঘটনায় আহত হয়েছেন। ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গরুর মাংস খাওয়ার সন্দেহে চরখি দাদরিতে গণপিটুনির ঘটনায় কথা বলতে গিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি বলেন, "এই ধরনের ঘটনা অনভিপ্রেত৷ একেবারেই কাঙ্ক্ষিত নয়। আর যেন না ঘটে সেটা দেখতে হবে।"

এদিকে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি ও হরিয়ানার  মুখ্য পুলিশ কর্মকর্তাকে চিঠি দিয়েছে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ