‘হানিয়া হত্যাকাণ্ডে ইরানের প্রতিক্রিয়া হবে ভিন্ন, আশ্চর্যজনক এবং সময়মতো’
https://parstoday.ir/bn/news/event-i141332-হানিয়া_হত্যাকাণ্ডে_ইরানের_প্রতিক্রিয়া_হবে_ভিন্ন_আশ্চর্যজনক_এবং_সময়মতো’
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন চিজারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার বিষয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তেহরানের প্রতিক্রিয়া হবে "ভিন্নরকম, সময়মতো এবং আশ্চর্যজনক"।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২৪ ১০:০৪ Asia/Dhaka
  • ‘হানিয়া হত্যাকাণ্ডে ইরানের প্রতিক্রিয়া হবে ভিন্ন, আশ্চর্যজনক এবং সময়মতো’

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন চিজারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার বিষয়ে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তেহরানের প্রতিক্রিয়া হবে "ভিন্নরকম, সময়মতো এবং আশ্চর্যজনক"।

কুদস ফোর্সের অপারেশন্স বিভাগের ডেপুটি কমান্ডার জেনারেল চিজারি গতকাল (বুধবার) ইরানের সরকারি সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, ইরান "সময়মতো" হানিয়া হত্যার জবাব দেবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ পরিচালিত "অপারেশন আরবাইন"-এর প্রতি ইঙ্গিত করে ইরানের এ সেনা কমান্ডার বলেন, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিক্রিয়া হিসেবে হিজবুল্লাহ এটি পরিচালনা করেছে; তবে ইরানের দাঁতভাঙা জবাব অবশ্যই ভিন্ন হবে। 

সাক্ষাৎকারে চিজারি আরো বলেন, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি শাসকদের অপরাধ বিশ্ববাসীকে নিশ্চিত করেছে যে, ইসরাইল একটি "দখলদার এবং নিপীড়নকারী সরকার"তিনি বলেন, পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলের ওপর ইসরাইল যতবেশি সামরিক আগ্রাসন চালাবে, পরিস্থিতি তত বেশি জটিল হবে।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।