কামালা হ্যারিসকে সমর্থন দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন
(last modified Thu, 05 Sep 2024 13:23:59 GMT )
সেপ্টেম্বর ০৫, ২০২৪ ১৯:২৩ Asia/Dhaka
  • কামালা হ্যারিসকে সমর্থন দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সমর্থন করবে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ (বৃহস্পতিবার) ভ্লাদিভস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামে বক্তৃতাকালে একথা বলেছেন।

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিসকে প্রার্থী মনোনয়ন দেয়ায় তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করেন। পুতিন বলেন, জো বাইডেনের উত্তরসূরি হিসেবে কামালাকে পছন্দ করার সিদ্ধান্তকে সম্মান করেন তিনি।

ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে পুতিনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, নির্বাচনে এখন তার পছন্দের প্রার্থী আছে কিনা। পাশাপাশি তিনি নভেম্বরে চূড়ান্ত বিজয়ীকে অভিনন্দন জানাতে ফোন করবেন কিনা তাও জানতে চাওয়া হয়। 

জবাবে পুতিন বলেন, পশ্চিম ইউরোপীয় বা মার্কিন নেতাদের সাথে তার অনেক দিন ধরে সরাসরি যোগাযোগ নেই। তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে "প্রিয়" প্রার্থী নির্বাচন করা রাশিয়ার ওপর নির্ভর করে না বরং এটা মার্কিনীদের কাজ।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৫

ট্যাগ