ইসরাইলি নৃশংসতা ও কুরআন অবমাননার মধ্যে আরব শাসকরা নিশ্চুপ
(last modified Fri, 06 Sep 2024 09:04:27 GMT )
সেপ্টেম্বর ০৬, ২০২৪ ১৫:০৪ Asia/Dhaka
  • ইসরাইলি নৃশংসতা ও কুরআন অবমাননার মধ্যে আরব শাসকরা নিশ্চুপ

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যখন ভয়াবহ বর্বরতার মধ্য দিয়ে ফিলিস্তিনের নিরপরাধ জনগণকে হত্যা করছে এবং গাজা উপত্যকায় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআনকে অবমাননা করছে তখন আরব শাসকরা অলস ও নির্বিকার বসে আছে। 

গতকাল (বৃহস্পতিবার) বিকেলে ইয়েমেনের রাজধানী সানা থেকে দেয়া ভাষণে একথা বলেন তিনি। তার এ ভাষণ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। 

আব্দুল মালিক বলেন, "আরব দেশগুলো এই বিষয়ে সুস্পষ্ট অবস্থান না নিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের অপরাধ, মসজিদে অগ্নিসংযোগ এবং পবিত্র কোরআনের অপবিত্রতা দেখছে।"

তিনি সমগ্র মুসলিম বিশ্বের জন্য জিহাদি চেতনার গুরুত্ব উল্লেখ করে বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়কে উপেক্ষা করলে মুসলমানেরা তাদের মর্যাদা এবং স্বাধীনতা হারাবে।

আনসারুল্লাহ নেতা বলেন, কিছু আরব দেশ এবং সরকার ইহুদিবাদী শত্রুকে শান্ত করার চেষ্টা করে এবং তাদের সুরক্ষা দেয়ার বিনিময়ে ছাড় দিয়ে চলে। কিন্তু এই আরব শাসকরা শত্রুদের জন্য যতই উপকারী হোক না কেন, প্রয়োজন ফুরিয়ে গেলে তাদের ছুঁড়ে ফেলবে। 

আবদুল মালিক আল-হুথি বলেন, জিহাদের ধারণাকে পুনরুজ্জীবিত করতে হবে এবং ইহুদিবাদী শত্রুকে নির্মূল করার সবচেয়ে বাস্তব উপায় এই জিহাদের মধ্যে নিহিত রয়েছে। শত্রুর পতন নিশ্চিত ও অনিবার্য এবং এ নিয়ে অন্য যেকোনো হিসাব-নিকাশ ব্যর্থ হবে।"#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৬