ইরানে হামলা চালানোর দায়ে অভিযুক্ত পিকেকে গেরিলাকে হত্যা করেছে তুরস্ক
(last modified Sun, 08 Sep 2024 04:25:01 GMT )
সেপ্টেম্বর ০৮, ২০২৪ ১০:২৫ Asia/Dhaka
  • সালিহা আইবিক
    সালিহা আইবিক

তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের একজন কুখ্যাত নারী সদস্যকে হত্যা করেছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি। ইরাকের উত্তরাঞ্চলীয় আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে এক সন্ত্রাস-বিরোধী অভিযান চালিয়ে ওই নারী জঙ্গিকে হত্যা করে এমআইটি।

সালিহা আইবিক নামক ওই পিকেকে গেরিলার জঙ্গি ছদ্মনাম নুজিয়ান আমেদ। তাকে ইরাকের সুলাইমানিয়া শহরে হত্যা করা হয়েছে।  পিকেকের এই কুখ্যাত নারী গেরিলার বিরুদ্ধে ইরানে একাধিক জঙ্গি হামলা চালানোর অভিযোগ রয়েছে।

১৯৯৩ সাল থেকে কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষে তৎপরতা চালাচ্ছিল আইবিক।

ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তানের সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত এলাকায় তুর্কি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে পিকেকে গেরিলারা।

তুরস্ক সরকারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র পিকেকে’কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে এটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।  ১৯৮৪ সাল থেকে কুর্দি অধ্যুষিত এলাকাগুলো নিয়ে একটি স্বায়ত্বশাসিত অঞ্চল গঠনের দাবিতে সশস্ত্র সংগ্রাম করে যাচ্ছে পিকেকে।

তুর্কি সেনাবাহিনী সেদেশের কুর্দি অধ্যুষিত এলাকাগুলোর পাশাপাশি ইরাক ও সিরিয়ায় পিকেকে গেরিলাদের বিরুদ্ধে প্রায়ই অভিযান পরিচালনা করছে। গত চার দশক ধরে পিকেকে ও তুর্কি সেনাদের মধ্যে সশস্ত্র যুদ্ধে অন্তত ৪০ হাজার মানুষ নিহত হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৮