গাজার স্কুলগুলোতে পদ্ধতিগতভাবে হামলা চালাচ্ছে ইসরাইল: মানবাধিকার সংস্থা
(last modified Mon, 09 Sep 2024 04:24:56 GMT )
সেপ্টেম্বর ০৯, ২০২৪ ১০:২৪ Asia/Dhaka
  • গাজার স্কুলগুলোতে পদ্ধতিগতভাবে হামলা চালাচ্ছে ইসরাইল: মানবাধিকার সংস্থা

ইহুদিবাদী ইসরাইলি সেনারা গাজা উপত্যকার স্কুলগুলোতে সুপরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে সুইজারল্যান্ড-ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এটি বলেছে, এসব স্কুলে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি নাগরিক অবস্থান করা সত্ত্বেও ইসরাইলি সেনারা ভয়ঙ্করভাবে হামলা চালিয়ে যাচ্ছে।

ইউরো-মেডিটেরিনিয়ান হিউম্যান রাইটস মনিটর এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আগস্ট মাসের শুরু থেকে এ পর্যন্ত ইসরাইল গাজায় সাধারণ মানুষের আশ্রয় গ্রহণকারী ১৬টি স্কুলে পাশবিক হামলা চালিয়ে ২১৭ ফিলিস্তিনিকে হত্যা এবং আরো শত শত মানুষকে আহত করেছে যাদের মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু রয়েছে।

মানবাধিকার সংস্থাটি বলেছে, গত এক সপ্তাহে গাজার আবাসিক ঘরবাড়ি, বাণিজ্যিক কেন্দ্র, জনতার ভিড় ও আশ্রয় কেন্দ্রগুলোতে পদ্ধতিগতভাবে হামলা চালিয়েছে ইসরাইল। বিবৃতিতে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে বেসামরিক গাজাবাসীকে টার্গেট করছে দখলদার সেনারা।

সুইজারল্যান্ডের মানবাধিকার সংস্থাটি বলেছে, তারা যেসব বক্তব্য দিয়েছে তার সপক্ষে উপযুক্ত দলিল-প্রমাণ তাদের হাতে রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তাদের ফিল্ড টিম শনিবার মধ্যরাতে গাজার দু’টি বর্বরোচিত হামলার ঘটনা রেকর্ড করেছে।

ইসরাইলি সেনারা ওই রাতে জাবালিয়ার হালিমা আস-সাদিয়া স্কুল এবং উত্তর গাজার আন-নাজলা স্কুলে হামলা চালায়। স্কুল দু’টিতে ঘরবাড়ি হারিয়ে শত শত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। ওই দুই হামলায় অন্তত চারজন নিহত ও বহু লোক আহত হন।

এর আগে শনিবার দিনের আলোয় উত্তর গাজা সিটির আমর ইবনে আস স্কুলে আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনি জনগণের ওপর বোমাবর্ষণ করে দখলদার সেনারা। ওই হামলায়ও চারজন নিহত এবং বহু ফিলিস্তিনি আহত হন বলে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৯

ট্যাগ