সেপ্টেম্বর ১১, ২০২৪ ১৪:২৮ Asia/Dhaka
  • কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নৌ মহড়া চালালো রাশিয়া

রাশিয়া তার আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় নৌ মহড়া শুরু করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (মঙ্গলবার) এ ঘোষণা দিয়েছেন। 'ওশান-২০২৪' নামের মহড়াটি গতকাল শুরু হয়েছে এবং প্রশান্ত মহাসাগরীয় ও আর্কটিক মহাসাগরের পাশাপাশি ভূমধ্যসাগর, কাস্পিয়ান এবং বাল্টিক সাগরে একযোগে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

পুতিন ভিডিও লিঙ্কের মাধ্যমে মহড়ার উদ্বোধনে যোগ দিয়ে বলেন, এই মহড়ার উদ্দেশ্য হলো দেশের নৌ এবং বিমান বাহিনীর যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন করা। পাশাপাশি তাদের আন্তঃকার্যক্ষমতা পরীক্ষা করা। মহড়ায় ৪০০টিরও বেশি যুদ্ধজাহাজ এবং সাবমেরিনের পাশাপাশি সহায়ক জাহাজ, প্রায় ১২০টি বিমান এবং ৯০ হাজার জনের বেশি কর্মী জড়িত।

মহড়ার উদ্বোধীন অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ উপস্থিত ছিলেন। মহড়া সম্পর্কে পুতিন বলেন, এতে উচ্চ-নির্ভুল অস্ত্রের ব্যবহার করা হবে।

মস্কো এবং কিয়েভের মধ্যে চলমান সংঘাতের মধ্যে রাশিয়ার সেনারা যে অভিজ্ঞতা অর্জন করেছে, এই মহড়াগুলো তাতে কাজে লাগাবে।#

পার্সটুডে/এসআইবি/১১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ