ইরানের প্রতিবেশী নীতিতে বিশেষ স্থান দখল করে আছে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/event-i141588-ইরানের_প্রতিবেশী_নীতিতে_বিশেষ_স্থান_দখল_করে_আছে_সৌদি_আরব
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরাকের মতো সৌদি আরবও ইরানের প্রতিবেশী নীতিতে একটি বিশেষ স্থান দখল করে আছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১৭:০৬ Asia/Dhaka
  • ইরানের প্রতিবেশী নীতিতে বিশেষ স্থান দখল করে আছে সৌদি আরব

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরাকের মতো সৌদি আরবও ইরানের প্রতিবেশী নীতিতে একটি বিশেষ স্থান দখল করে আছে।

গতকাল (বৃহস্পতিবার) সৌদি আরবের আশরাক নিউজ টেলিভিশনকে তিনি বলেন, “ইরান-সৌদি সম্পর্ক বেশ ইতিবাচক পথে এগিয়ে চলেছে এবং বেশ কয়েক বছর ধরে সম্পর্ক ভালোভাবে এগিয়ে যাচ্ছে।

সাত বছরের বিরতির পরে ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব পুনরায় সম্পর্ক শুরু। এর ধারাবাহিকতায় দুপক্ষ কূটনৈতিক মিশন চালু করেছে।

আরাকচি বলেন, “আমাদের অতীতে সমস্যা ছিল, কিন্তু আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় শুরু করেছি। সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক দ্রুত প্রসারিত হচ্ছে।” সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য তিনি ইরাক ও চীনকে ধন্যবাদ জানান। 

আব্বাস আরাকচি জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অধীনে ইরানের নতুন প্রশাসনের পররাষ্ট্র নীতির লক্ষ্য প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি এবং গভীর করা। আরাকচি বলেন, "ইরানের চতুর্দশ প্রশাসনের নীতি তার প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরো জোরদার করা।  ইরাক যেমন ইরানের প্রতিবেশী নীতিতে একটি বিশেষ স্থান রাখে, তেমনি সৌদি আরবও একটি বিশেষ অবস্থানের অধিকারী।"#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।