সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১৭:৪৬ Asia/Dhaka
  • রাজ্যের সঙ্গে বৈঠক হলোনা চিকিৎসকদের, রাষ্ট্রপতি ও রাজ্যপালকে মেইল

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার বিচার নিয়ে জুনিয়ার ডাক্তারদের সঙ্গে রাজ্যের যে বৈঠক হওয়ার কথা ছিল তা ভেস্তে গেছে। আলোচনার শর্ত নিয়ে টানাপোড়েনের কারণে বৈঠক হয়নি।

এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারা আজ সকালে রাষ্ট্রপতিকে মেইল করেছেন। মেলের কপি উপ রাষ্ট্রপতিকেও পাঠানো হয়েছে। তাছাড়া রাজ্যপাল সি ভি আনন্দ বোসকেও জুনিয়র চিকিৎসকরা মেল করেছেন। তবে শেষ পাওয়া খবরে মেইলের এখনও কোনও উত্তর পাওয়া যায়নি।

নারকো টেস্ট রাজি নয় সঞ্জয়, রহস্য উদঘাটনে এবার কোন পথে CBI?

শিয়ালদহ আদালত

এদিকে, চিকিৎসক ধর্ষণ ও খুনে অভিযুক্ত সঞ্জয় রায় আদালতে সিবিআইয়ের নারকো পরীক্ষার বিষয়ে সম্মতি দেয়নি। ফলে আজ  শিয়ালদহ আদালত সিবিআইয়ের আবেদন খারিজ করে দিয়েছে। এরফলে সিবিআই বড়রকমের ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে। এবার সিবিআই তদন্ত কোন পথে এগোবে তা নিয়েও প্রশ্ন উঠৈছে।

তাছাড়া চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় সঞ্জয় রায় কি একাই অভিযুক্ত, না কি এই ঘটনার পিছনে আরও অনেকে রয়েছে  সে  প্রশ্নের উত্তর এখনও খুঁজে পায়নি সিবিআই কর্মকর্তারা।#

পার্সটুডে/জিএআর/১৩

ট্যাগ