ইসরাইলের ক্ষমতাসীন জোটের জনপ্রিয়তায় ধস; নেতানিয়াহুকে ছাড়িয়ে গেছে বিরোধী দল
-
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
পার্সটুডে-ইসরাইলের একটি নতুন জরিপে দেখা গেছে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ দলের প্রতি জনসমর্থন আবারও হ্রাস পেয়েছে।
আজ (শুক্রবার) ইহুদিবাদী সংবাদপত্র মা'আরিভে প্রকাশিত একটি নতুন জরিপে দেখা গেছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ দলের প্রতি সমর্থন এ সপ্তাহে ২৬টি আসন থেকে কমে ২৪ আসনে দাঁড়িয়েছে। ফার্সের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসরাইলের সংসদ নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ক্ষমতাসীন জোটের মাত্র ৪৮টি আসন রয়েছে, যা গত সপ্তার তুলনায় একটি আসন কম। পক্ষান্তরে 'নাফতালি বেনেটে'র নেতৃত্বাধীন নির্বাচনী তালিকায় দুটি আসন বৃদ্ধি পেয়ে ২৪ আসনে দাঁড়িয়েছে। এই সংখ্যা এখন লিকুদের সমান।
এই পরিস্থিতি প্রমাণ করে নেতানিয়াহুর জনপ্রিয়তা হ্রাসের প্রবণতা অব্যাহত রয়েছে।
মা'আরিভ সংবাদপত্রের মতে, জরিপটি এমন এক সময়ে পরিচালিত হয়েছে যখন ইসরাইলি রাজনীতিতে তিনটি সংবেদনশীল বিষয় আবারও আলোচনায় উঠে এসেছে: ৭ অক্টোবরের হামলায় নিরাপত্তা ব্যর্থতার জন্য একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার আবেদন এবং সামরিক প্রসিকিউটরের মামলার তদন্ত নিয়ে নেতানিয়াহু ও মন্ত্রিসভার আইন উপদেষ্টার মধ্যে বিরোধ।
প্রতিবেদন অনুযায়ী এই তিনটি বিষয় মন্ত্রিসভার প্রতি জনসাধারণের অবিশ্বাস বাড়িয়েছে এবং নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধস নামিয়ে দিয়েছে।
জরিপে আরও দেখা গেছে যে বেনেট এবং গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের আসন সংখ্যা এখন ৬২টি, গত সপ্তার তুলনায় একটি বেশি।
আরব দলগুলিও মোট ১০টি অতিরিক্ত আসন পেয়েছে।#
পার্সটুডে/এনএম/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন