সেপ্টেম্বর ১৩, ২০২৪ ১৮:২২ Asia/Dhaka
  • এক হাজারেরও বেশি ইসরাইলি সেনা পদত্যাগের আবেদন জানিয়েছে

গাজায় দীর্ঘকাল ধরে যুদ্ধ চলতে থাকার প্রেক্ষাপটে এক হাজারেরও বেশি ইসরাইলি সেনা ইস্তফা দেয়ার আবেদন জানিয়েছে। 


ইসরাইলি সংবাদ মাধ্যমগুলো এই তথ্য ফাঁস করে জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে রয়েছে বিভিন্ন পদ-মর্যাদার অধিকারী অফিসার বা সেনা-কর্মকর্তা। 

ওই সংবাদ মাধ্যমগুলো বলেছে, ব্যাপক বিক্ষোভ ও নৈরাজ্য দেখা দেয়ার ভয়ে ইসরাইলের সশস্ত্র বাহিনী এই সেনাদের পদত্যাগ বা ইস্তফার আবেদনের খবর গোপন রেখেছে।  

সম্প্রতি ৮ হাজার ২০০ নম্বর ইউনিট নামের ইসরাইলি সেনা গোয়েন্দা বিভাগের প্রধান পদত্যাগ করেছেন। ইসরাইলি সেনা কর্মকর্তারা এর আগেও জানিয়েছেন যে ইসরাইলি সশস্ত্র বাহিনী ব্যাপক সেনা-ঘাটতির সংকটে রয়েছে।  

সেনা সংখ্যার ঘাটতির কারণে ইসরাইলি কর্তৃপক্ষ রিজার্ভ সেনাদের যুদ্ধে যোগ দিতে বলেছে।

বিশ্লেষকরা বলছেন, ইসরাইলি আগ্রাসন ও অপরাধযজ্ঞ দীর্ঘ ১১ মাস ধরে চলার পরও ইসরাইল প্রতিরোধ যোদ্ধাদের কাবু করতে পারেনি বরং ইসরাইলি সেনাদের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি ও হতাহতের কারণে সেখানে পরাজয়ের মুখে রয়েছে ইসরাইল। আর এ অবস্থায় এক হাজারেরও বেশি ইসরাইলি সেনা এই যুদ্ধের হাত থেকে নিজেদের রক্ষা করতে ইস্তফা দেয়ার আবেদন জানিয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

  

ট্যাগ