পারস্য উপসাগরীয় দেশগুলোর সাথে যোগাযোগ বাড়াতে প্রতিজ্ঞাবদ্ধ ইরান
https://parstoday.ir/bn/news/event-i141690
ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজনৈতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি বলেছেন, তার দেশ পারস্য উপসাগরের তীরবর্তী আটটি দেশের সাথে সম্পর্ক আরো উন্নত ও জোরদার করার জন্য লাগাতার যোগাযোগ অব্যাহত রাখতে প্রস্তুত।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১১:৪৪ Asia/Dhaka
  • পারস্য উপসাগরীয় দেশগুলোর সাথে যোগাযোগ বাড়াতে প্রতিজ্ঞাবদ্ধ ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজনৈতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি বলেছেন, তার দেশ পারস্য উপসাগরের তীরবর্তী আটটি দেশের সাথে সম্পর্ক আরো উন্নত ও জোরদার করার জন্য লাগাতার যোগাযোগ অব্যাহত রাখতে প্রস্তুত।

তেহরানে নিযুক্ত পারস্য উপসাগরীয় দেশগুলোর দূতাবাস প্রধানদের সাথে গতকাল (রোববার) রাজধানী তেহরানে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।

রাভানচি বলেন, ইরানের নতুন সরকার প্রতিবেশী দেশগুলোর সাথে বিশেষ করে পারস্য উপকূলবর্তী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। এর অংশ হিসেবে তেহরান সমস্ত অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করবে। 

রাভানচি বলেন, পারস্য উপকূলবর্তী আটটি দেশের সাথে ইরানের ভৌগোলিক নৈকট্য এবং ঐতিহাসিক সম্পর্ক ও নানা বিষয়ের অভিন্নতা আমাদের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং এ সংক্রান্ত সংলাপে বসার উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করেছে।

তিনি বলেন, পারস্য উপসাগরীয় আটটি দেশের সবাই অর্থনৈতিক সহযোগিতা, পরিবহন, পরিবেশ সংরক্ষণ, জাহাজ চলাচল এবং মাদক ও চোরাচালানরে বিরুদ্ধে লড়াই নিয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। এ প্রেক্ষাপটে ইরান প্রতিবেশি সব দেশের সাথে সহযোগিতা বাড়াতে প্রস্তুত।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৬