লেবাননে পেজারের মাধ্যমে সন্ত্রাসী তৎপরতা পশ্চিমাদের জন্য লজ্জাজনক: ইরানের প্রেসিডেন্ট
(last modified Wed, 18 Sep 2024 13:49:35 GMT )
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১৯:৪৯ Asia/Dhaka
  • পেজেশকিয়ান
    পেজেশকিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে পেজারের মাধ্যমে যে সন্ত্রাসী তৎপরতা চালানো হয়েছে তা পশ্চিমা দেশগুলো বিশেষকরে আমেরিকার জন্য লজ্জাজনক।

গতকাল (মঙ্গলবার) লেবাননজুড়ে সন্ত্রাসী পদক্ষেপের মাধ্যমে বহু পেজারে (যোগাযোগের যন্ত্র) বিস্ফোরণ ঘটানো হয়। হিজবুল্লাহর বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন এসব যন্ত্র ব্যবহার করত। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পেজার বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত ও প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন।

তিনি আরও বলেন, যেমব যন্ত্র ও পণ্য মানবজাতির স্বাচ্ছন্দ্যের জন্য তৈরি করা হয়েছে এবং যেগুলো সবাই ব্যবহার করছে সেইসব যন্ত্র বা পণ্য দিয়ে সন্ত্রাসী তৎপরতা চালানোর অর্থ হলো মানবতাকে ভূলুণ্ঠিত করে অপরাধ ও ধ্বংসযজ্ঞকে প্রাধান্য দেওয়া।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, লেবাননের ঘটনা আবারও প্রমাণ করেছে পশ্চিমারা যুদ্ধবিরতি চায় বলে মুখে দাবি করলেও বাস্তবে তারা ইহুদিবাদী ইসরাইলের হত্যা-নির্যাতন তথা অপরাধযজ্ঞের পক্ষে।

গাজা তথা ফিলিস্তিনে চলমান অপরাধযজ্ঞ বন্ধে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের আহ্বান জানান ড. পেজেশকিয়ান।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

ট্যাগ