লেবাননে ইরানি রাষ্ট্রদূতের ওপর ইসরাইলি হামলার জবাব দেবে ইরান 
https://parstoday.ir/bn/news/event-i141796-লেবাননে_ইরানি_রাষ্ট্রদূতের_ওপর_ইসরাইলি_হামলার_জবাব_দেবে_ইরান
লেবাননে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানির ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর বাহিনী হামলা চালিয়ে যে ঘৃণ্য অপরাধ করেছে তার কঠোর জবাব দেবে তেহরান। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১৬:৩৪ Asia/Dhaka
  • লেবাননে ইরানি রাষ্ট্রদূতের ওপর ইসরাইলি হামলার জবাব দেবে ইরান 

লেবাননে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানির ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর বাহিনী হামলা চালিয়ে যে ঘৃণ্য অপরাধ করেছে তার কঠোর জবাব দেবে তেহরান। 

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

পেজার নামক রেডিও যোগাযোগ ডিভাইসের মাধ্যমে লেবাননের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটিয়ে ইহুদিবাদী ইসরাইল ৩০ ব্যক্তিকে হত্যার পর ইরানের স্থায়ী প্রতিনিধি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

তিনি বলেন, ইরান সময়মতো তার রাষ্ট্রদূতের ওপর ঘৃণ্য এই সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেবে। আন্তর্জাতিক আইন অনুসারে ইরান এ হামলার জবাব দেয়ার অধিকার রাখে বলেও তিনি উল্লেখ করেন। 

লেবাননের বেসামরিক নাগরিকদের ওপর ইহুদিবাদী ইসরাইল মঙ্গলবার যে কাপুরুষোচিত এবং পৈশাচিক হামলা চালিয়েছে তার নিন্দা করেন আমির সাঈদ ইরাভানি।

তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল যত অপরাধ করছে তার সমস্ত দায়ভাগ আমেরিকার ওপর বর্তায় কারণ তারা কৌশলগত মিত্র হিসেবে ইসরাইলকে অন্ধভাবে সমর্থন দিয়ে আসছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৯