ওয়াকি-টকি ও পেজার বিস্ফোরণের মাধ্যমে
ইসরাইল যুদ্ধ ঘোষণা করেছে, তাকে চড়া মূল্য দিতে হবে: সাইয়্যেদ নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ লেবানন জুড়ে মঙ্গল ও বুধবারের পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণকে তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ‘যুদ্ধ ঘোষণা’ বলে মন্তব্য করেছেন।
তিনি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, “মঙ্গল ও বুধবারের গণহত্যাকে আপনি যুদ্ধাপরাধ, যুদ্ধ ঘোষণাসহ যেকোনো কিছু বলতে পারেন।” নাসরুল্লাহ বলেন, “শত্রু এ হামলার মাধ্যমে সকল রেড লাইন অতিক্রম করেছে এবং সকল আইন লঙ্ঘন করেছে। এটি একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা, গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান।”
লেবাননজুড়ে দু’দিনের বিস্ফোরণে অন্তত ৩৭ ব্যক্তি নিহত ও প্রায় ৩,০০০ মানুষ আহত হন। হিজবুল্লাহ মহাসচিব নাসরুল্লাহ হুমকি দিয়ে বলেন, “ইসরাইলকে এ হামলার জন্য চড়া মূল্য দিতে হবে এবং তাকে শাস্তি দেয়া হবে।”
হিজবুল্লাহ নেতা বলেন, গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যা বন্ধ করার লক্ষ্যে লেবানন ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিশোধ নেয়ার জন্য পেজার ও ওয়াকি-টকি হামলা চালানো হয়েছে। কিন্তু এ ধরনের হামলা চালিয়ে হিজবুল্লাহর মনোবল ভাঙা যাবে না বরং গাজাবাসীর পক্ষে লড়াই করার ক্ষেত্রে প্রতিরোধ যোদ্ধাদের মনোবল আরো শক্তিশালী হবে এবং তারা আরো বেশি দৃঢ়সংকল্প হবে।
সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহ উত্তর ইসরাইলে দখলদার সেনাদের ব্যস্ত রেখেছে বলে ইহুদিবাদী বাহিনী গাজায় গণহত্যা চালাতে পূর্ণ মনযোগ দিতে পারেনি। তিনি বলেন, মঙ্গলবারের পেজার হামলার পর ইসরাইল বিভিন্ন চ্যানেলে আমাদেরকে এই বার্তা দিয়েছে যে, আমরা যদি লেবানন ফ্রন্ট বন্ধ না করি তাহলে আমাদের ওপর এ ধরনের আরো হামলা হবে এবং এরপরই বুধবারের হামলা চালানো হয়।
হিজবুল্লাহ নেতা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা নেতানিয়াহু ও গ্যালান্টকে জানিয়ে দিয়েছি, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত লেবানন ফ্রন্টকে স্তব্ধ করা যাবে না। পেজার ও ওয়াকি-টকি হামলা চালিয়ে ইসরাইল লেবাননের জনগণকে হিজবুল্লাহর বিরুদ্ধে দাঁড় করাতে চেয়েছিল বলে মন্তব্য করেন নাসরুল্লাহ। তিনি বলেন, কিন্তু ইসরাইলের প্রত্যাশার বিপরীতে ফল হয়েছে উল্টো। ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লেবাননের জনগণের মধ্যে এক অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছে।#
পার্সটুডে/এমএমআই/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।