পবিত্র প্রতিরক্ষা সপ্তাহের কুচকাওয়াজ
২৩ রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪ হাজার কি.মি পাল্লার ড্রোন দেখালো ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরান তার পবিত্র প্রতিরক্ষা সপ্তাহের শুরুতে আজ (শনিবার) অনুষ্ঠিত একটি সামরিক কুচকাওয়াজে অন্তত ২৩ রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। একইসাথে ইরানি সামরিক বাহিনী চার হাজার কিলোমিটারেরও বেশি পাল্লার একটি নতুন কামিকাজে ড্রোন উন্মোচন করে।
বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, কুচকাওয়াজে ২৩ রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে, যার মধ্যে দুটি খাইবার শেকান ক্ষেপণাস্ত্র, দুটি ফাতাহ ক্ষেপণাস্ত্র, চারটি হজ কাসেম ক্ষেপণাস্ত্র, দুটি কদর এইচ ক্ষেপণাস্ত্র, দুটি এমাদ ক্ষেপণাস্ত্র, তিনটি খোররামশাহর ক্ষেপণাস্ত্র, চারটি সিজ্জিল ক্ষেপণাস্ত্র এবং চারটি জিহাদ ক্ষেপণাস্ত্র রয়েছে।"
জিহাদ ক্ষেপণাস্ত্র হলো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের সর্বশেষ তৈরি তরল জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা এই প্রথমবারের মতো কুচকাওয়াজে দেখানো হলো। উচ্চ-বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ১০০০ কিলোমিটার।
আইআরজিসি প্রথমবারের মতো শাহেদ-১৩৬বি, শাহেদ-১৩৬ এবং কামিকাজে ড্রোনের সর্বশেষ সংস্করণ প্রদর্শন করেছে।
নতুন সামরিক সরঞ্জামাদি দক্ষিণ তেহরানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (র)-এর মাজারের কাছে প্রদর্শন করা হয়। ৪৪ বছর আগে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেন ইরানের ওপর যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল তার সূচনা উপলক্ষে আজকের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়ছে।#
পার্সটুডে/এসআইবি/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।