‘আগামী দিনগুলো বিস্ময়ে পরিপূর্ণ থাকবে’
(last modified Sat, 21 Sep 2024 12:18:01 GMT )
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১৮:১৮ Asia/Dhaka
  • ‘আগামী দিনগুলো বিস্ময়ে পরিপূর্ণ থাকবে’

ইয়েমেনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে বলেছেন, "আগামী দিনগুলো হবে বিস্ময়ে ভরা।"

গতকাল (শুক্রবার) ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান, ফিল্ড মার্শাল মাহদি মোহাম্মদ আল-মাশাত একথা বলেন। সম্প্রতি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে একটি সামরিক লক্ষ্যবস্তুতে ইয়েমেনের সেনারা যে হামলা চালিয়েছে তার জন্য দেশের রকেট বাহিনীকে অভিনন্দন জানান তিনি। 

আল-মাশাত উল্লেখ করেন, ক্ষেপণাস্ত্রটি মার্কিন, ব্রিটিশ এবং ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থার সমস্ত স্তরকে এড়িয়ে ইসরাইলে প্রবেশ করেছে। তিনি নিশ্চিত করেন যে, "আগামী দিনগুলি আরো চমকে পূর্ণ থাকবে।"

আল-মাশাত বলেন, যতদিন পর্যন্ত গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসন ও অবরোধ অব্যাহত থাকবে ততদিন ইয়েমেনের অভিযান চলবে। ইসরাইলি দখলদারিত্ব থেকে অধিকৃত ভূমি মুক্ত না হওয়া পর্যন্ত নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনের অটল ও নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেন এই কর্মকর্তা

তিনি বলেন, "যত খরচ বা চ্যালেঞ্জ থাকুক না কেন- বিশ্বের কোনো শক্তি আমাদের এই সিদ্ধান্ত থেকে সরিয়ে রাখতে পারবে না।"#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ