আঞ্চলিক দেশগুলোর উচিত 'ইসরাইলের কুকর্ম ব্যর্থ করার' জন্য সহযোগিতা করা
(last modified Sun, 22 Sep 2024 08:18:48 GMT )
সেপ্টেম্বর ২২, ২০২৪ ১৪:১৮ Asia/Dhaka
  • আঞ্চলিক দেশগুলোর উচিত 'ইসরাইলের কুকর্ম ব্যর্থ করার' জন্য সহযোগিতা করা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল সরকারের বিভিন্ন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং মারাত্মক আগ্রাসন মধ্যপ্রাচ্য ও বিশ্বের শান্তি এবং নিরাপত্তার জন্য মারাত্মক বিপদ ডেকে এনেছে।

ইরানের শীর্ষ কূটনীতিক গতকাল (শনিবার) নিউইয়র্কে কুয়েতি পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আলী আল-ইয়াহিয়ার সাথে বৈঠকের সময় একথা বলেন। আরাকচি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন। 

তিনি বলেন, "মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত ইসরাইলের দখলদার সরকারের খারাপ কাজগুলোকে ব্যর্থ করার জন্য একে অপরের সাথে সহযোগিতা করা। এই চিন্তা থেকে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোর সাথে সর্বাধিক আলোচনা এবং যোগাযোগের ওপর জোর দেয়।"

গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের চলমান গণহত্যার মধ্যে যখন অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর জুড়ে আগ্রাসন বাড়িয়েছে এবং লেবাননের বিরুদ্ধে আক্রমণ তীব্র করেছে তখন আরাকচি এসব কথা বললেন। 

এর একদিন আগে ইহুদিবাদী ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা চালায়। এতে তিন শিশু ও সাত নারীসহ অন্তত ৩৮ জন শহীদ হয়েছেন। এর মধ্যে হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ইব্রাহিম আকিল রয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ